, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ইতিহাসে প্রথমবার ভারতকে ওয়ানডেতে হারালো বাংলাদেশ

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৩ ০৫:৪২:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৩ ০৫:৪২:০০ অপরাহ্ন
ইতিহাসে প্রথমবার ভারতকে ওয়ানডেতে হারালো বাংলাদেশ
এবার টি-টোয়েন্টি সিরিজ দারুণ জমিয়ে তুলেও হেরে যাওয়া বাংলাদেশ নারী দল এবার ওয়ানডে ফরম্যাটে ভারতের মুখোমুখি। আজ রবিবার সকালে মিরপুর শেরেবাংলায় শুরু হয়েছে প্রথম ওয়ানডে ম্যাচ। এদিন টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ভারত।

আগে ব্যাট করতে নেমে ভারতীয় বোলার আমানজত কউরের বিধ্বংসী বোলিংয়ে ১৫২ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ মেয়েদের বোলিং তোপে ১১৩ রানে অলআউট হয় ভারত। আর প্রথম ওয়ানডেতে ৪০ রানের জয়ে তিন ম্যাচ সিরিজের এগিয় রইল বাংলাদেশের মেয়েরা।  
 
বাংলাদেশের দেওয়া মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই স্মৃতি মান্দানাকে হারায় ভারত। এরপর দ্বিতীয় উইকেটে সেই চাপ সামলানোর চেষ্টা করে স্বস্তিকা ভাটিয়া ও আরেক ওপেনার প্রিয়া পুনিয়া। তবে তারও ইনিংস বড় করতে পারেননি। দলীয় ৩০ রানে মারুফা আক্তারের বলে সাজঘরে ফেরেন প্রিয়া। 
 
পরে স্কোরবোর্ডে ৩০ রান যোগ করেতে আরও তিন উইকেট হারিয়ে বসে ভারতের মেয়েরা। হারমানপ্রীত কৌর ৫, স্বস্তিকা ভাটিয়া ১৫ ও জেমিমা রদ্রিগেস ১০ রান করে সাজঘরে ফেরলে চাপে পরে ভারত। ষষ্ট উইকেটে দীপ্তি শর্মা-আমানজোত কৌর জুটি গড়ে রানের চাকা সচল রাখছিলেন। এই দুই জন মিলে গড়েন ৩০ রান। 
 
তবে দলীয় ৯১ রানে আমানজোতকে সাজঘরে ফিরিয়ে ব্রেক থ্রু আনেনন মারুফা আক্তার। পরে হারমানপ্রীতের দল দ্রুত আরও দুই উইকেট হারিয়ে বসলে হারের শল্কায় পরে তারা। শেষ দিকে হারের ব্যবধান কমিয়েছে ভারতের মেয়েরা।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস