এবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শুরুটা হয়েছে শ্বাসরুদ্ধকর এক জয়ের মাধ্যমে। আফগানদের বিপক্ষে সেটি ছিল বাংলাদেশের চতুর্থ জয়। পঞ্চম জয় বাগিয়ে নেয়ার মিশনে নামার পাশাপাশি আজ রবিবার ১৬ জুলাই বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামতে যাচ্ছে সিরিজ নিজেদের করে নেয়ার লক্ষ্যে।
এদিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি। ইতিমধ্যে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
আজ জিতলেই দ্বিতীয়বারের মতো টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে শুধুমাত্র একবারই টানা তিন সিরিজ জয়ের নজির আছে বাংলাদেশের। ২০২১ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার ইংল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারানোর পর রেকর্ড গড়ার পথে বাংলাদেশের সামনে এখন আফগানিস্তান।
বাংলাদেশের একাদশ : লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামিম হোসেন পাটওয়ারী, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
আফগানিস্তানের একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, হজরতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, আজমাতুল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, ফজল হক ফারুকি, ফরিদ আহমেদ, সেদিকুল্লাহ আটাল, নূর আহমদ ও ওয়াফাদার মোমান্দ।