অবশেষে দুবছরের চুক্তিতে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়ককে পাওয়াটা সহজ ছিল না মিয়ামির জন্য। টানা তিন বছর আলোচনার পর সুফল মিলেছে। গোলাপি জার্সিতে কিংবদন্তিকে দেখা যাবে দুবছর। তাতে স্বপ্নপূরণ হয়েছে ২০১৮ সালে প্রতিষ্ঠিত ক্লাবটির।
এদিকে যুক্তরাষ্ট্রের ক্লাব মিয়ামি শনিবার মধ্যরাতে মেসির আনুষ্ঠানিক চুক্তির বিষয়টি জানিয়েছে। ২০২৫ সাল পর্যন্ত ক্লাবটিতে খেলবেন আর্জেন্টিনার ৩৬ বর্ষী অধিনায়ক। মেসিকে ক্লাবে পেয়ে দারুণ উচ্ছ্বসিত সাবেক ফুটবলার ও ক্লাবটির মালিকদের একজন ডেভিড বেকহ্যাম। তিনি বলেছেন, মেসিকে দলে পাওয়া মানে ‘স্বপ্ন সত্যি হওয়া’।
ইন্টার মিয়ামির সাবেক মিডফিল্ডার বেকহ্যাম সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘১০ বছর আগে যখন মিয়ামিতে একটি নতুন ক্লাব গড়েছিলাম, তখন থেকেই বিশ্বের সেরা এ খেলোয়াড়কে দুর্দান্ত এমন একটি শহরে নিয়ে আসার স্বপ্ন ছিল আমার।’
এদিকে ৪৮ বর্ষী সাবেক ইংলিশ ফুটবলার যুক্তরাষ্ট্রে মেসিকে স্বাগত জানিয়ে লিখেছেন, ‘লিওর মতো একজন খেলোয়াড়কে মিয়ামিতে আনতে পেরে যতটা গর্বিত, আমি সম্ভবত এরচেয়ে বেশি গর্বিত আর হতে পারতাম না। সে আমার খুব ভালো বন্ধু এবং অসাধারণ একজন মানুষ। আমরা তার সুন্দর পরিবারকে স্বাগত জানাতে পেরে দারুণ আনন্দিত। আমাদের প্রথমধাপের রোমাঞ্চের শুরু এখান থেকেই।’
এর আগে গত ২০২১ সালে বার্সেলোনার সঙ্গে ১৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ফরাসি ক্লাব পিএসজিতে গিয়েছিলেন মেসি। সেখানে সময়টা ভালো কাটেনি সাতবারের ব্যালন ডি’অর জয়ীর। সিদ্ধান্ত নেন ক্লাব ছাড়ার। শুরুতে বার্সেলোনায় ও সৌদি আরবের ক্লাব আল হিলালে যাওয়ার খবর এলেও শেষপর্যন্ত মিয়ামিতে ঠিকানা খুঁজে নিয়েছেন এলএম টেন।
এদিকে আগামী ২১ জুলাই লিগ কাপে ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে মেজর লিগ সকারে অভিষেক হবে মেসির। ১৬ জুলাই মিয়ামির মাঠে দেখা যাবে তাকে।