, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


চিলমারীতে পানিবন্দি ১ হাজার ৬৪০ পরিবার, থেমেছে ব্রহ্মপুত্রের পানি

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৩ ১১:২৪:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৩ ১১:২৪:৫৮ পূর্বাহ্ন
চিলমারীতে পানিবন্দি ১ হাজার ৬৪০ পরিবার, থেমেছে ব্রহ্মপুত্রের পানি
চিলমারী (কুড়িগ্রাম) উপজেলা থেকে: কয়েকদিন থেকে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধির ফলে নদের তীর উপচে কুড়িগ্রামের চিলমারীতে সমতল এলাকা প্লাবিত হতে শুরু করেছে। তবে সকাল থেকে ব্রহ্মপুত্রের পানি স্থিতিশীল রয়েছে বলে খবর যাওয়া গেছে। এদিকে নিম্ন এলাকার প্রায় ১হাজার ৬৪০ পরিবার পানিবন্দী হয়েছেন। ভাঙনের শিকার হয়েছেন ২০টি পরিবার।

শনিবার (১৫জুলাই) সকাল ৯টার তথ্য মতে, ব্রহ্মপুত্রের পানি চিলমারী স্টেশনে ৬ সে.মি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৪ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে নিশ্চিত করেছেন গ্যাজরিডার মো. জোবাইর হোসেন। তবে পানি কিছুটা স্থিতিশীল রয়েছে জানিয়ে তিনি বলেন, সকালে থেকে দুপুর ১২টা পর্যন্ত পানি বৃদ্ধি পায়নি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের রবাত দিয়ে

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসেন জানান, কয়েকদিনের পানি বাড়ার ফলে উপজেলা গতকাল পর্যন্ত চিলমারী ইউনিয়নে ১শ ৫০, নয়ারহাট ৬৬৯, রমনা ৩১০, রানীগঞ্জ ৫১০ পরিবার পানি বন্দি হয়েছেন এবং অষ্টমীরচরে ভাঙনের শিকার হয়েছে ২০টি পরিবার। তিনি আরো বলেন, আজকের পানিবন্দীদের তথ্য চেয়ারম্যানদের নিকট চাওয়া হয়েছে বিকেল নাগাদ পাওয়া যাবে। চলমান বন্যা পরিস্থিতিতে পানিবন্দিদের মাঝে খাবার বিতরণ শুরু করা হয়েছে।

পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, আগামী ২৪ঘন্টার পূর্বাভাস অনুযায়ী নদনদীর পানি কমতে শুরু করছে। তাতে বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে।