, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে ৩ জুয়াড়ির কারাদন্ড

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৩ ১১:২০:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৩ ১১:২০:১৯ পূর্বাহ্ন
ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে ৩ জুয়াড়ির কারাদন্ড
আরিফুল ইসলাম জিমন, ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে: দিনাজপুরের ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে ৩ জুয়াড়িকে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। শনিবার (১৫ জুলাই) রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিংড়া ইউপির চাঁদপাড়া বাজারের পার্শে মাসুদুলের এর চাতাল থেকে প্রকাশ্যে জুয়া খেলার সময় পুলিশ তাদেরকে গ্রেফতার করে। পরে তাদেরকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নিকট হাজির করলে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

কারাদন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, উপজেলার ৩নং সিংড়া ইউপির ভর্নাপাড়া গ্রামের মৃত হাসেম আলীর ছেলে তুহিন মিয়া(৫০) ও একই ইউনিয়নের চাঁদ পাড়া গ্রামের মৃত রবিয়া প্রধানের ছেলে সফিকুল ইসলাম (৪৮), এবং গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার তেকানী গ্রামের হামেদ আলীর ছেলে আন্তাজ আলী (৩৬)।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, জুয়া খেলার সামগ্রী ও নগদ ১৩০ টাকা সহ ৩ জুয়াড়িকে কে আটক করা হয়েছে। দন্ডপ্রাপ্তদেরকে আজ সকালে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।
এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ: নাহিদ

এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ: নাহিদ