, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নেছারাবাদে তিন আওয়ামী লীগ নেতাকে বহিষ্কারের ঘোষণা 

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৩ ১১:১২:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৩ ১১:১২:৫৩ পূর্বাহ্ন
নেছারাবাদে তিন আওয়ামী লীগ নেতাকে বহিষ্কারের ঘোষণা 
তরিকুল ইসলাম, নেছারাবাদ উপজেলা থেকে: নেছারাবাদের গুয়ারেখা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে নৌকার বিরোধীতা করায় চার আওয়ামী লীগ নেতা কে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

গতকাল রাতে গুয়ারেখা ইউনিয়নের বাটনাতলা বালক বিদ্যালয় মাঠে ইউনিয়ন উপ-নির্বাচনের নৌকা প্রতীকের জনসভা শেষে এ ঘোষণা দেন পিরোজপুর আ'লীগের সাধারণ সম্পাদক এ্যাড কানাই লাল বিশ্বাষ। গত ১১ জুলাই 'নেছারাবাদে নৌকার যাত্রী এখন অটোরিকশায়' শিরোনামে সংবাদ প্রকাশের পর ১২ জুলাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা কমিটির সদস্য সুব্রত ঠাকুর, সদস্য আক্তার হোসেন ও ইউপির সাধারণ সম্পাদক কাওসার হোসেন নৌকার বিরোধীতা করায় কেন দল থেকে বহিষ্কার করা হবেনা জানতে চেয়ে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ করেন উপজেলার সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম। 

সভা শেষে এ্যাড কানাই লাল বিশ্বাস সাংবাদিকদের জানান,উপজেলা আ'লীগের সেই নোটিশ জেলা আ'লীগের সভাপতি ও সম্পাদকের জ্ঞাতার্থে সদয় অনুলিপিও প্রেরণ করা হয়। নৌকার বিরোধীতা করে দলিয় পদবি ব্যবহার করতে দেয়া হবেনা। তারা এখন পর্যন্ত নোটিশের জবাব দেন নি। জেলা আওয়ামীলীগের সভাপতি পিরোজপুরে আসলেই তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত করা হবে। 

উপজেলা আ'লীগের সভাপতি সৈয়দ সহিদ উল আহসান বলেন, নৌকা প্রতিক দিয়েছেন সভানেত্রী শেখ হাসিনা। উপজেলা বা জেলা আওয়ামীলীগ সেখানে সুপারিশ পাঠায়। নেত্রীর সিদ্ধান্তের বাহিরে যাওয়ার কোন সুযোগ নাই। যারা বিরুদ্ধাচারণ করবে তাদের বিষয়ে দল সাংগঠনিক সিদ্ধান্ত নিবে।

এসময় নৌকার প্রার্থী ফারজানা আক্তার দিবা জানান, প্রচার প্রচারণায় ইউপি আওয়ামীলীগের অনেক নেতাকর্মীকেই তিনি পাচ্ছেন না।
আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ

আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ