, বুধবার, ১৯ মার্চ ২০২৫ , ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ


মিয়ামিতে মেসির অভিষেক আজ

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৩ ০৯:২৯:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৩ ০৯:২৯:০৬ পূর্বাহ্ন
মিয়ামিতে মেসির অভিষেক আজ
এবার পিএসজিতে নিজের পাট চুকিয়ে লিওনেল মেসি খুঁজে নিয়েছেন নতুন ঠিকানা। কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন এখন ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে খেলবেন আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামির হয়ে। সে লক্ষ্যে গত বুধবারই দেশটিতে স্বপরিবারে পৌঁছেছেন তিনি, গুছিয়ে নিচ্ছেন নিজেকে। 

আজ ১৬ জুলাই আমেরিকার স্থানীয় সময় সন্ধা ৬টায় সমর্থকদের সঙ্গে মেসিকে পরিচয় করিয়ে দেবেন মায়ামি কর্তৃপক্ষ। পরিচয় পর্বের পর ডিআরভি পিএনকে স্টেডিয়ামে হবে বিশেষ অনুষ্ঠান। বিশ্বখ্যাত শিল্পীরা অনুষ্ঠান করবেন সেখানে। আর ইন্টার মায়ামি সূত্রে খবর, শিল্পী তালিকায় রয়েছেন মেসির অতি পরিচিত একজন। কলম্বিয়ার শিল্পী শাকিরা জেরার্ড পিকের প্রাক্তন বান্ধবী।
 
এদিকে যুক্তরাষ্ট্রের ক্লাব আর্জেন্টাইন তারকা যোগ দিতেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মিয়ামি ম্যাচের টিকিট দামে বেড়েছে বহুগুন। এছাড়া মেসিকে বরণ করতে মিয়ামিকে ঢেলে সাজিয়েছে ডেভিড ব্যাকহামের ক্লাব। অবশ্য ব্যাকহাম নিজেও মেসির মুরালে তুলের আচড় দিয়ে ভাইরাল হয়েছিল কয়েকদিন আগে।  

সেখানে লিওকে মিয়ামি পরিচয় করিয়ে দেবার মুহুর্ত দেখাবার জন্য অপেক্ষার প্রহর গুনছে সারা বিশ্বের বহু ভক্ত। আর সে জন্য বিশ্বকাপজয়ী এই তারকার মায়ামি কর্তৃপক্ষ থেকে বরণ করার অনুষ্ঠানটি মোবাইল থেকে দেখতে এই লিংকে ক্লিক করুন- (মেসির অভিষেক অনুষ্ঠান লাইভ)     
 
অন্যদিকে অ্যাপল টিভির সঙ্গে এমএলএস-এর একচেটিয়া অ্যাপ চুক্তির অংশ হিসেবে লিওনেল মেসির উপস্থাপনাসহ ইন্টার মায়ামির সব গেম অ্যাপটির মাধ্যমে সম্প্রচার করা হবে। যাদের অ্যাকাউন্ট আছে, তাদের এমএলএস সিজন পাস কেনার জন্য কম খরচ হবে। কেননা শুধু অ্যাপল টিভি মেসির উপস্থাপনাসহ সব কিছুর সম্প্রচারের একমাত্র মালিক৷

অন্যদিকে অ্যান্ড্রয়েড ডিভাইসেদের জন্য দুঃখজনক। কেননা অ্যাপল অ্যাপটি ডাউনলোড করা যাবে না অ্যান্ড্রয়েড। তবে যাদের আইফোন, আইপ্যাড, ভিডিও গেম কনসোল, স্মার্ট টিভি বা অ্যাপল টিভি+ ম্যাচিং ডিভাইস রয়েছে, তাদের এমএলএসে সদস্য নেওয়ার বিকল্প রয়েছে।
সর্বশেষ সংবাদ
‘চন্দ্রিমা উদ্যান’ নাম পরিবর্তন করে পুনরায় ‘জিয়া উদ্যান’ ঘোষণা

‘চন্দ্রিমা উদ্যান’ নাম পরিবর্তন করে পুনরায় ‘জিয়া উদ্যান’ ঘোষণা