, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪ , ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


বাফুফে সভাপতি সালাউদ্দিনের পদত্যাগ দাবি ডিআরইউর

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৩ ১১:৪৪:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৩ ১১:৪৪:০১ পূর্বাহ্ন
বাফুফে সভাপতি সালাউদ্দিনের পদত্যাগ দাবি ডিআরইউর
দেশের সাংবাদিক ও তাদের পরিবার নিয়ে কুরুচিপূর্ণ, বিদ্বেষপ্রসূত ও ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

বুধবার (৩ মে) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

অবিলম্বে সালাউদ্দিনের পদত্যাগ দাবি করে ডিআরইউ নেতৃদ্বয় বলেন, বাফুফে সভাপতির মতো শীর্ষ পদে থেকে এ ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শুধু সাংবাদিক সমাজ নয়, তাদের পরিবারকে জড়িয়ে এ বক্তব্য দেওয়ার পর বাফুফে সভাপতির মানসিক স্বাস্থ্য নিয়ে মানুষ আজ সন্দিহান। আমাদের সমাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছে। সব পেশার মানুষের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের সামাজিক দায়িত্ব। আমরা অবিলম্বে কাজী সালাউদ্দিনকে জাতির সামনে ক্ষমা চাওয়ার আহ্বান করছি।

নেতৃদ্বয় আরও বলেন, কাজী সালাউদ্দিন দায়িত্বরত বাফুফের অবস্থায় দেশের জনপ্রিয় ফুটবল খেলার মান প্রতিনিয়ত নিম্নগামী। র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থা প্রায় সবার নিচের দিকে। বাফুফে অনিয়ম দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে বলেও বিভিন্ন সূত্রের খবর। যার সাম্প্রতিক প্রমাণ ফিফার নিষেধাজ্ঞা।

বিভিন্ন সময়ে এসব খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ায় তিনি সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত। যার বহিঃপ্রকাশ ঘটেছে তার সবশেষ মন্তব্যে। দেশে ও দেশের বাইরে ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পর বাফুফের সভাপতি পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন বলে মনে করে ডিআরইউ।
সর্বশেষ সংবাদ
আগামী তিন দিন ভারী বর্ষণের পূর্বাভাস

আগামী তিন দিন ভারী বর্ষণের পূর্বাভাস