এবার আমেরিকার মতো উন্নত দেশে গিয়েও বিএনপি সভ্য হতে পারেনি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। সম্প্রতি স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে বিএনপির প্রবাসী নেতাকর্মীদের অশালীন ভাষা ও ঔদ্ধত্যপূর্ণ আচরণে ক্ষোভ প্রকাশ করে গতকাল শনিবার (১৫ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক ভিডিওবার্তায় তিনি এ মন্তব্য করেন।
এদিকে ৩ মিনিট ৪৭ সেকেন্ডের ওই ভিডিওবার্তায় শামীম ওসমান বলেন, আমি আমেরিকা পৌঁছে সেদিন আমার এক ছোট ভাইকে নিয়ে জ্যাকসন হাইটসে গিয়েছিলাম চা খেতে। আমরা দুজন ছাড়া আর কেউ ছিল না। সেখানে বিএনপির কোনো একটা প্রোগ্রাম ছিল। পঞ্চাশ থেকে ষাটজন সেখানে দাঁড়িয়ে ছিল। আমাকে দেখামাত্র তারা অশালীন ভাষায় গালাগালি করছিল। তাতে আমার কিছু যায়-আসে না। কারণ, তাদের কাছে ভালো কিছু আশা করা যায় না।
তিনি বলেন, যে মুহূর্তে তারা জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে নিয়ে খারাপ কথা বলেছে, আমার পক্ষে তখন সেটা মেনে নেয়া সম্ভব ছিল না। তখন আমি তাদের কাছাকাছি যাই, তবে উত্তেজিত হইনি। তাদের বোঝানোর চেষ্টা করেছিলাম। তখন দেখলাম আমার এই ভদ্র আচরণকে তারা দুর্বলতা ভাবছে।
শামীম ওসমান বলেন, জ্যাকসন হাইটসে যারা ব্যবসা করেন, তারা সহ বাঙালি ব্যবসায়ীরাও বিষয়টি দেখে আন্তরিকতার সঙ্গে ব্যাপকভাবে প্রতিবাদ করেন। যার ফলশ্রুতিতে বিএনপির লোকজন সেখান থেকে পালাতে বাধ্য হয়।
এ ঘটনায় নারায়ণগঞ্জসহ সারা দেশে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় কাউকে উত্তেজিত না হতে অনুরোধ জানিয়ে শামীম ওসমান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এত উন্নত দেশে এসেও তারা সভ্য হতে পারেনি। তারা শুধু নিজেদের অপমানিত করেনি, দেশকেও ছোট করেছে। আমি তাদের এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করব। আমাদের যারা উত্তেজিত হয়েছেন, তাদেরও বলব আল্লাহই এর বিচার করবেন।
তিনি বলেন, তারেক রহমান জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে বহুবার হত্যার চেষ্টা করেছে। নেতাকর্মীদের নির্যাতন ও হত্যা করেছে। তাদের কাছে ভালো কিছু আশা করা যায় না। তাই এর বিচার দেশের জনগণই করবে। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হবে এবং শেখ হাসিনাই আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।