, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মহিপুর থানা শাখা উদ্যোগে বিএমএসএফ'র ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৩ ০৯:৫৬:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৩ ০৯:৫৬:৩১ অপরাহ্ন
মহিপুর থানা শাখা উদ্যোগে বিএমএসএফ'র ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মোঃ সাইমুন ইসলাম, কুয়াকাটা পটুয়াখালী থেকে: পেশার মর্যাদা রক্ষায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএমএসএফ'র প্রতিষ্ঠাতা সদস্য মো: মিজানুর রহমান। তিনি বলেন, ভেদাভেদ ভুলে নিজেদের অধিকার আদায়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে।
 
সাগর রুনী, দিপংকর চক্রবর্তী সহ যেসব সাংবাদিকরা হত্যার শিকার হয়েছেন সেসব দায়ীদের বিচারের আওতায় আনতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন পেশার মর্যাদা রক্ষা করতে হলে সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতার বিকল্প নেই।
 
শনিবার ১৫ জুলাই বিকেলে কুয়াকাটা পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ মমফস্বল সাংবাদিক ফোরাম মহিপুর থানা শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজিত ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 
 
তিনি আরও বলেন, পেশার মাধ্যে ঐক্যহীনতার কারণে স্বাধীনতার একান্ন বছর পরেও সাংবাদিকরা নানা বৈষম্যের শিকার হচ্ছেন, হচ্ছে নির্যাতনের শিকার, এছাড়া মামলা হামলা সহ হত্যাও হচ্ছেন। রাষ্ট্রযন্ত্রের কিছু নীতির কারণে চতুর্থ স্তম্ভখ্যাত গণমাধ্যমে আজও সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিক নিয়োগ নীতিমালা,সাংবাদিকদের তালিকা প্রণয়নের মত গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন সম্ভব হয়নি। 
 
সংগঠণের মহিপুর থানা শাখার সিনিয়র সহ সভাপতি সাইদুর রহমান সোহেল‘র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মো: নাসির উদ্দিন বিপ্লব, কুয়াকাটা নৌ-পুলিশের ইনচার্জ পরিদর্শক মো: দেলোয়ার হোসেন, মহিপুর প্রেসক্লাব সভাপতি মো: নাসির উদ্দিন। সভায় সংগঠনের মহিপুর শাখার অন্যান্য সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
 
এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে এক র‌্যালী বের করা হয়, র‌্যালীটি কুয়াকাটা পৌরসভা হয়ে কুয়াকাটার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় পৌরসভায় এসে শেষ হয়। 
 
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মহিপুর থানা শাখার সাধারণ সম্পাদক মো: বশির উল্লাহ।
সর্বশেষ সংবাদ