, বুধবার, ০১ মে ২০২৪ , ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনকে ঘিরে প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৩ ০৮:৩৪:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৩ ০৮:৩৪:১৬ অপরাহ্ন
ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনকে ঘিরে প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত
আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সাংবাদিকদের প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মাঝে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে । প্রার্থী এবং ভোটারদের মাঝে নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে । নির্বাচনকে ঘিরে শহরের বিভিন্ন চত্তরে প্রার্থীদের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। সাধারণ মানুষের মাঝে এই নির্বাচন নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
 
এই নির্বাচন নিয়ে অনেক জল্পনা কল্পনার পর অবশেষে সিরাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনের আমেজ ফিরে এসেছে। প্রতিটি পদের প্রার্থীদের নির্বাচনী প্রচারণা নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মুখরিত থাকছে প্রেসক্লাব অঙ্গনে । এ নির্বাচনকে ঘিরে প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের দৃষ্টি রয়েছে।
 
সিরাজগঞ্জ প্রেসক্লাব সূত্রে জানা যায়, আগামী ১৯ জুলাই ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত ৫৫ জনের মধ্যে সভাপতি পদে স্থানীয় দৈনিক যুগের কথার সম্পাদক ও প্রকাশ হেলাল উদ্দিন এবং দপ্তর সম্পাদক পদে দৈনিক আজকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বীয় নির্বাচিত হয়েছেন। 
 
বাকি ১১টি পদের বিপরীতে নির্বাচনে জন্য মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাকি প্রার্থীরা হলেন, সহ-সভাপতি বাসসের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম ফিলিপস, আলোকিত বাংলাদেশের স্টাফ রিপোর্টার এস এম তফিজ উদ্দিন ও চ্যানেল ২৪ এর সিনিয়র স্টাফ রিপোর্টার হীরক গুণ, সাধারণ সম্পাদক পদে কালের কন্ঠ ও বিডিনিউজের জেলা প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু, দৈনিক দোলনচাঁপার সম্পাদক ফজল-এ-খোদা লিটন, সহ-সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর জেলা প্রতিনিধি আব্দুস সামাদ সায়েম, নিউ নেশনের স্টাফ রিপোর্টার সেলিম রেজা, জিটিভি ও আমাদের সময়’র জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা গাজী এস এইচ ফিরোজী ও ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি দিলীপ গৌর, অর্থ সম্পাদক পদে মাছরাঙা টিভির মাহমুদুল হাসান উজ্জল, নয়া দিগন্তের জেলা প্রতিনিধি নুরুল ইসলাম রইসী ও বিজয় টিভির রোমান আহম্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলানিউজ২৪ ও দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস এবং এসএটিভির প্রতিনিধি রহমত আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এখন টিভির জেলা প্রতিনিধি রিফাত রহমান ও বার্তা সংস্থা পিপ এর জেলা প্রতিনিধি জাকারিয়া হোসেন টুটুল, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা মান্না রায়হান ও আরটিভির জেলা প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্চয়।
 
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ভোরের ডাকের স্টাফ রিপোর্টার মৌলভী নজরুল ইসলাম, দৈনিক নবরাজের জেলা প্রতিনিধি মোস্তাক আহম্মেদ নওশাদ, দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক শফিক মোহাম্মদ রুমন, দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার জেলা প্রতিনিধি মো. নজরুল ইসলাম।
 
নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী স্বপন চন্দ্র দাস বিডি২৪রিপোর্ট'কে বলেন, প্রেসক্লাবের নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সম্পূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চলছে নির্বাচনী প্রচারণা। এ নির্বাচনে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
 
সিরাজগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের কমিশনার লোকমান হোসেন বিডি২৪রিপোর্ট'কে বলেন, নির্বাচনের পরিবেশ ভালো, এখন পর্যন্ত আমি কোন অনাকাঙ্ক্ষিত বা বিঘ্নিত অবস্থা দেখছি না। আগামী ১৯ শে জুলাই নির্বাচনের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। আশাকরি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হবে।
সর্বশেষ সংবাদ
৭২ সালের পর সর্বোচ্চ তাপমাত্রা দেখল দেশবাসী

৭২ সালের পর সর্বোচ্চ তাপমাত্রা দেখল দেশবাসী