, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ফুটবল বিশ্বে কারও স্থায়ী জায়গা নেই: কাজী সালাউদ্দিন

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৩ ০৮:০৭:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৩ ০৮:০৭:৪৭ অপরাহ্ন
ফুটবল বিশ্বে কারও স্থায়ী জায়গা নেই: কাজী সালাউদ্দিন
এবার দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। আজ শনিবার (১৫ জুলাই) সাবিনাদের উৎসাহ দিতে এই সাক্ষাৎ করেন তিনি।

একই সঙ্গে দলের প্রত্যেক খেলোয়াড় এবং কোচিং স্টাফের প্রত্যেককে ১০ হাজার টাকা করে বোনাস দিয়েছেন বাফুফে সভাপতি। দীর্ঘদিন পর কোচ গোলাম রব্বানী ছোটনকে ছাড়া মাঠে নামে বাংলাদেশ নারী ফুটবল দল। নেপালের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে সাবিনারা।

কোচ গোলাম রব্বানী ছোটন ইস্যুতে বাফুফে সভাপতি বলেন, ‘কোচ পরিবর্তনের প্রভাব পড়েছে। কোচ ভালো না করলে কোচ থাকবে না, খেলোয়াড় ভালো না করলে বাদ পড়বে। আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, ফুটবল বিশ্বে কারও জন্য কোনও স্থায়ী জায়গা নেই। এখানে কোচ, খেলোয়াড় আসবে-যাবে এটাই স্বাভাবিক ব্যাপার।’

সাবিনাদের উদ্দেশ্য করে বাফুফে সভাপতি বলেন, ‘শেষ ম্যাচে মেয়েরা ভালো খেলেছে। অনেক দিন পর খেলার কারণে ওদের একটু সমস্যা হয়েছে। আমরা আরও বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছি, তাই তাদের আরও বেশি সিরিয়াস হতে হবে। ওদের বলেছি, বাইরে কী হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে না ভেবে ফুটবলে মনোযোগ দিতে।’

এদিকে পল স্মলির পদত্যাগ ও ফিটনেস ট্রেইনারের কাজ না করার প্রসঙ্গে কাজী সালাউদ্দিন বলেন, ‘সে (ফিটনেস কোচ) নেই এটা শোনার পরই আমি তাকে শোকজ করতে বলেছি। শোকজের উত্তর মনঃপুত না হলে বরখাস্ত করা হবে।’
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান