, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


২১ জুলাই থেকে পশ্চিমবঙ্গে দেখা যাবে নিশো- তমা’র ‘সুড়ঙ্গ’

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৩ ০২:৪৯:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৩ ০২:৪৯:৩২ অপরাহ্ন
২১ জুলাই থেকে পশ্চিমবঙ্গে দেখা যাবে নিশো- তমা’র ‘সুড়ঙ্গ’ ফাইল ছবি
পবিত্র ঈদ উল আযহায় মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরফান নিশো সুড়ঙ্গ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দা অভিষেশ হয়। এই সিনেমায় নিশোর বিপরীত অভিনয় করেছেন নায়িকা তমা মির্জা। 

এবার সুড়ঙ্গ ছবি কলকাতায় দেখা যাবে। ঢাকার ছবি কলকাতায় বার বার বেদম মার খেলেও, ধারণা করা হচ্ছে এবার ‘সুড়ঙ্গ’ দিয়ে সেই রেকর্ডটা ভাঙবে। ফলে ছবিটি কলকাতায় নিয়ে যেতে শুরু থেকেই পরিকল্পনা ছিলো সংশ্লিষ্টদের।

শুক্রবার (১৪ জুলাই) তারিখ সমেত আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে টলিউডের প্রভাবশালী প্রতিষ্ঠান এসভিএফ (শ্রী ভেঙ্কটেশ ফিল্মস)। তারাই পশ্চিমবঙ্গে ‘সুড়ঙ্গ’ পরিবেশনা করছে। ঘোষণা অনুযায়ী, আগামী ২১ জুলাই সেখানে মুক্তি পাচ্ছে ছবিটি।

এসভিএফ ভেরিফায়েড পেইজে বলেছে, “অপেক্ষার অবসান। বাংলাদেশে ব্লকবাস্টার হিট হওয়ার পর ‘সুড়ঙ্গ’ এবার পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে আগামী ২১ জুলাই।”

তবে কতগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, সেটা এখনও জানায়নি এসভিএফ। বিষয়টি জানার জন্য ‘সুড়ঙ্গ’ নির্মাতা রায়হান রাফীকে কল করা হলেও তার সাড়া মেলেনি।

তমে নায়িকা তমা মির্জা জানালেন, এরমধ্যে তিনিসহ রাফী-নিশোরা ভিসার আবেদন করেছেন। মুক্তির দিন না যেতে পারলেও দ্রুতই সেখানে যাবেন ছবিটির প্রমোশনে। তমা বলেন, ‘তিনদিন হলো আমরা ভিসার জন্য আবেদন করেছি। আশা করছি পেয়ে যাবো দ্রুত। কারণ, আমরা তো কাজে যাচ্ছি, ঘুরতে নয়। আমাদের ধারণা বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও ছবিটি সমান হিট হবে। সেই আভাসই পাচ্ছি।’

গত ২৯ জুন ঈদুল আজহায় বাংলাদেশের ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সুড়ঙ্গ’। দর্শকের বিপুল আগ্রহে টানা হাউজফুল শো চলছে ছবিটির। যদিও দুই সপ্তাহ পেরিয়ে গেলেও নতুন হললিস্ট এখনও প্রকাশ করেননি সংশ্লিষ্টরা। ফলে এই মুহূর্তে দেশের কতগুলো প্রেক্ষাগৃহে ছবিটি চলছে, তা অস্পষ্ট। তবে প্রযোজক-পরিবেশকরা জোর গলায় বলেছিলেন, নতুন সপ্তাহে তাদের হলসংখ্যা বাড়বে এবং তা সবাইকে চমকে দেবে।

দেশের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হচ্ছে ‘সুড়ঙ্গ’। এছাড়া ২১ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেও মুক্তি পাচ্ছে ছবিটি। এরপর ২৮ জুলাই থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য মিলিয়ে শতাধিক প্রেক্ষাগৃহে চলবে বলে দাবি ছবিটির আন্তর্জাতিক পরিবেশক বায়স্কোপ ফিল্মসের।
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’