, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


ফের সিলেটে জনসভার ঘোষণা দিলো জামায়াত

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৩ ০২:৩৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৩ ০২:৩৪:৩৬ অপরাহ্ন
ফের সিলেটে জনসভার ঘোষণা দিলো জামায়াত
এবার নাশকতার আশংকায় সিলেটে জামায়াতকে বিভাগীয় সমাবেশ করতে দেয়নি পুলিশ। সিলেট রেজিস্ট্রি মাঠে আজ শনিবার ১৫ জুলাই বিকেল ২টায় তাদের সমাবেশ করার কথা ছিল। পূর্ব নির্ধারিত সমাবেশ করতে না পেরে নগরীর একটি অভিজাত হলে সংবাদ সম্মেলনের ঘোষণা দেয় তারা।

শেষ পর্যন্ত সেখান থেকে সরে এসে নগরীর কুদরতউল্লাহ মার্কেটে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটি। সেখানে সরকার ও পুলিশের বিরুদ্ধে বিষোদাগারের পাশাপাশি আগামী ২১ জুলাই (শুক্রবার) নগরীর রেজিস্ট্রি মাঠে ফের জনসভার ঘোষণা দিয়েছে জামায়াত।

শনিবার (১৫ জুলাই) সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। সংবাদ সম্মেলনে ফখরুল ইসলাম দাবি করেন, রাজনৈতিক ভিন্নমতের কারণেই তাদের জনসভার অনুমতি দেয়া হয়নি। জামায়াত নেতৃবৃন্দকে বিনা বিচারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা ও কারাগারে রেখে  মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছে বলেও দাবি করেন তারা।

অবিলম্বে বিরোধী দলীয় সকল রাজবন্দী ও আলেম-উলামার নিঃশর্ত মুক্তির দাবি জানান জামায়াত নেতৃবৃন্দ। তেল-গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হচ্ছে উল্লেখ করে জামায়াত নেতৃবৃন্দ বলেন, এই অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে জবাবদিহীমূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই।

এজন্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সময়ের দাবি। এসময় তারা গণমাধ্যম ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, আজ শনিবারের সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার (১৫ জুলাই) সকালে রেজিস্ট্রি মাঠ থেকে জামায়াত-শিবিরের ৭ কর্মীকে আটক করে পুলিশ।
সর্বশেষ সংবাদ