, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কালীগঞ্জ পৌরসভায় প্রায় ৬৫ কোটি টাকার বাজেট ঘোষণা

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৩ ০২:০৯:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৩ ০২:০৯:১২ অপরাহ্ন
কালীগঞ্জ পৌরসভায় প্রায় ৬৫ কোটি টাকার বাজেট ঘোষণা
কালীগঞ্জ (গাজীপুর) থেকে: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার (১৫ জুলাই) সকালে কালীগঞ্জ পৌর মিলনায়তনে ৬৪ কোটি ৬৮ লক্ষ ৭৪ হাজার ৩৭৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
 
কালীগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
 
পৌর মেয়র এস.এম রবীন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক এইচ.এম আবুবকর চৌধুরী। পরে পৌর মেয়র প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন।
 
এ সময় এ সময় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফায়েজুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. মিলন মিঞা, প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদুজ্জামান, সহকারী প্রকৌশলী মুন্নুর আহমেদসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, উপজেলা-পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
জানা গেছে, ২০২৩-২০২৪ সালে রাজস্ব খাতে পূর্ব জেরসহ আয় ধরা হয়েছে ৭ কোটি ৬৭ লক্ষ ৬১ হাজার ৩৩১ টাকা আর রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৪৬ লক্ষ ৯০ হাজার টাকা, উদ্বৃত্ত থাকবে ২০ লক্ষ ৭১ হাজার ৩৩১ টাকা। উন্নয়ন খাতে সর্বমোট আয় ধরা হয়েছে ৫৭ কোটি ১ লক্ষ ১৩ হাজার ৪৮ টাকা। আর ব্যয় ধরা হয়েছে ৫৬ কোটি ৯০ লক্ষ টাকা, এর মধ্যে উদ্বৃত্ত থাকবে ১১ লক্ষ ১৩ হাজার ৪৮ টাকাসহ সর্বমোট ৬৪ কোটি ৬৮ লক্ষ ৭৪ হাজার ৩৭৯ টাকার কালীগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা করেন। তবে বাজেটে স্থানীয় রাস্তাঘাট উন্নয়ন করণ, ড্রেন ব্যবস্থা উন্নয়ন করণ, স্টিট লাইট ব্যবস্থা করণ, বাসস্ট্যান্ড উন্নয়ন করণ, ডাম্পিং স্টেশন নির্মান, পৌর ভবন নির্মান, কোভিট ১৯ ভাইরাস প্রতিরোধ ব্যয়, মশক নিধন কার্যক্রম, হত দরিদ্রদের আর্থিক সামাজিক উন্নয়ন, মহিলাদের আত্মকর্মসংস্থান, বৃক্ষরোপন কর্মসূচি, কঞ্জারভেন্সী কার্যক্রম গতিশীল করণ, শিক্ষা সাংস্কৃতিক ও খেলাধুলার মান উন্নয়ন, জরুরী ত্রাণ ও স্যানিটেশন কার্যক্রম, হাট-বাজার উন্নয়ন এবং অন্যান্য বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বাজেট ঘোষণা করেন কালীগঞ্জ পৌরসভার মেয়র এস.এম রবীন হোসেন। 
 
উল্লেখ, গেল ২০২২-২০২৩ অর্থ বছরে কালীগঞ্জ পৌরসভা কোন কর আরোপ ছাড়াই ৫৯ কোটি ৫১ লক্ষ ৮০ হাজার ৮৬২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছিল।
সর্বশেষ সংবাদ