, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


হাসপাতালে ১০ টাকার টিকিট কেটে ডাক্তার দেখালেন প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৩ ১১:৪৭:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৩ ১১:৪৭:১৭ পূর্বাহ্ন
হাসপাতালে ১০ টাকার টিকিট কেটে ডাক্তার দেখালেন প্রধানমন্ত্রী
আজ সকালে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার ১৫ জুলাই সকালে প্রধানমন্ত্রী রাজধানীর শেরেবাংলা নগরের ওই হাসপাতালে যান। সেখানে বহির্বিভাগ থেকে টিকিট কেটে সাধারণ রোগীদের মতোই সেবা নেন।

সরকারপ্রধান নিয়মিতই এই হাসপাতাল থেকে চোখের চিকিৎসা নেন। প্রধানমন্ত্রী হাসপাতাল ছাড়ার আগে চিকিৎসক, নার্স এবং বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করে। এছাড়া হাসপাতালের চিকিৎসা বিষয়ক খোঁজখবর নেন তিনি।

এর আগেও বেশ কয়েকবার ১০ টাকার টিকিট কেটে চোখ দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৯ সালের ১৯ এপ্রিল ও ২৯ আগস্ট প্রধানমন্ত্রী চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীদের মতো ১০ টাকায় টিকিট কেটে চিকিৎসা নিয়েছিলেন।

এর আগে গত ২০২০ সালের ১১ জানুয়ারি এবং ২০২২ সালের ২৯ নভেম্বরও একই হাসপাতালে চোখ দেখান তিনি।
সর্বশেষ সংবাদ