, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আমি তোমার আম্মাও-আব্বাও, এই দিনগুলোর জন্যে প্রস্তুত ছিলাম না: পরীমণি

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৩ ১০:৫৭:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৩ ১০:৫৭:৫২ পূর্বাহ্ন
আমি তোমার আম্মাও-আব্বাও, এই দিনগুলোর জন্যে প্রস্তুত ছিলাম না: পরীমণি
গত কয়েকদিন ধরে পরীমণির সন্তান রাজ্যের শরীরটা ভালো যাচ্ছে না। তাই হাসপাতালে ছোটাছুটি করাটা তার প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসার প্রয়োজনে রাজ্যের কচি হাতে করা হয়েছে ক্যানোলা। সেই দৃশ্য দেখে কষ্ট পেয়েও নিজেকে শক্ত রাখছেন পরী। কেননা এসব একা হাতেই সামলাতে হচ্ছে তাকে। সামাজিক মাধ্যমে জানিয়েছেন, এই দিনগুলোর জন্য প্রস্তুত ছিলেন না তিনি।  

নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন পরীমণি। সেখানে দেখা গেছে, ১১ মাস বয়সী রাজ্য ক্যানোলা করা হাতে মায়ের হাত ধরে বসে আছে। ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘আমার পদ্মফুল, মনে পড়ে তোমার প্রথম ভ্যাকসিন দেওয়ার দিনে আমি ভয়ে,কষ্টে,কান্নায় বারবার মূর্ছা যাচ্ছিলাম। তখন আমাকে সামলানোর কেউ ছিল বলেই হয়তো কাঁদতেও সহজ লেগেছিল আমার।’

এরপর তিনি লেখেন, ‘আজ প্রথমবার তোমার ক্যানোলা করা হলো তোমার প্রথম ব্লাড টেস্টের জন্য। আমি একা। তোমাকে বুকে ধরে সাহস জোগাই সামনের এমন আরও কঠিন দিনের জন্য নিজেকে প্রস্তুত করি। অনেক কঠিনেরে মোকাবেলা করব বলে।’
 
সবশেষে অভিনেত্রী লিখেছেন, ‘আমি জানি,তুমি আমার স্ট্রং বয়। মায়ের সমস্ত বিশ্বাস জুড়ে থেকো। আর আমাকে আম্বা বলেই ডেকো। আমি জানি এই আম্বা টা কি। আমি তোমার আম্মাও, আব্বাও। বাচ্চা আমার, আমি তো এই দিনগুলোর জন্যে প্রস্তুত ছিলাম না।’

এদিকে সন্তানের পিতা অভিনেতা শরিফুল রাজের সঙ্গে আলাদা থাকছেন পরীমণি। কাগজে কলে সম্পর্কটা থাকলেও তা আর জোড়া লাগার কোনো সম্ভাবনা নেই বলে একাধিকবার আভাস দিয়েছেন নায়িকা।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস