, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


হারের পর মাঠকে দোষ দিলেন রশিদ খান

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৩ ১০:০২:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৩ ১০:০২:৪৮ পূর্বাহ্ন
হারের পর মাঠকে দোষ দিলেন রশিদ খান
গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের লক্ষ্য ছিল ১৫৫ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে একাদশ ওভারে ৬৪ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে পঞ্চম উইকেটে তাওহিদ হৃদয় ও শামিম হোসেনের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

শেষ ওভারে করিম জানাত হ্যাটট্রিক করলেও ২ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। পঞ্চম উইকেটে ৭৩ রানের জুটি গড়েন হৃদয় ও শামিম। ২৫ বলে ৩৩ রান করে শামিম আউট হলে ভাঙ্গে এই জুটি। শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল মাত্র ৬ রানের, হাতে ৫ উইকেট। প্রথম বলে চার মেরে শেষ ওভার শুরু করেন মেহেদী হাসান মিরাজ।

এর পর দারুণভাবে ঘুরে দাঁড়ান বোলার করিম জানাত। দুর্দান্ত হ্যাটট্রিক করে টানা তিন বলে তিনি আউট করেন মিরাজ, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদকে। পঞ্চম বলে চার মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেন শরিফুল ইসলাম। ৩২ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪৭ রানে অপরাজিত থাকেন হৃদয়।

এছাড়া লিটন দাস ১৮, রনি তালুকদার ৪, নাজমুল হোসেন শান্ত ১৪ ও সাকিব আল হাসান ১৯ রান করেন। করিম জানাত ১৫ রানে তিন উইকেট পান। এদিকে ম্যাচ হারের পর আফগানিস্তান অধিনায়ক দোষ দিয়েছেন বৃষ্টিতে ভেজা আউটফিল্ডকে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘সত্যি বলতে মাঠ খুব ভেজা ছিল। এবং ভেজার কারণে আমাদের শক্তির ৫০% বিপক্ষে চলে গেছে! তবে আমরা তারপরও ভাল বোলিং করেছি। টি-২০’তে এক ইনিংসই আপনার থেকে খেলা কেড়ে নিতে পারে।’

এর আগে টসে হেরে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে আফগানরা। ৪০ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন দলটির অভিজ্ঞ খেলোয়াড় মোহাম্মদ নবী। ১৮ বলে ৩৩ রান করেন আজমতউল্লাহ ওমরজাই। দলকে জিতিয়ে ম্যাচসেরা হয়েছেন তাওহিদ হৃদয়। দুদলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ১৬ জুলাই একই মাঠে অনুষ্ঠিত হবে।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান