, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বল ব্যাটে না লাগলেও দৌড় দিস, ম্যাচটা তুই জিতাবি: শরিফুলকে বলেছিলেন হৃদয়

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৩ ০৯:৪৬:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৩ ০৯:৪৬:২৩ পূর্বাহ্ন
বল ব্যাটে না লাগলেও দৌড় দিস, ম্যাচটা তুই জিতাবি: শরিফুলকে বলেছিলেন হৃদয়
গতকাল শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ছয় রানের। হাতে ছিল পাঁচ উইকেট। এরপরই টানা তিন বলে তিনটি উইকেট তুলে হ্যাটট্রিক তুলে নেন করিম জানাত। তখন আরও একটি হারের শঙ্কা দেখা দেয়। কিন্তু পঞ্চম বলে বাউন্ডারি তুলে নেন শরিফুল ইসলাম। বাংলাদেশ পায় নাটকীয় এক জয়। এমন নাটকীয় ওভারে কী কথা হয়েছিল শরিফুল ইসলাম আর তাওহিদ হৃদয়ের মধ্যে?

গতকাল শুক্রবার (১৪ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২ উইকেটের নাটকীয় জয় পায় বাংলাদেশ। এমন জয়ে নায়কের ভূমিকায় ছিলেন ব্যাটার তাওহিদ হৃদয়। জয়ের পর সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি জানিয়েছেন এই নির্ভরযোগ্য ব্যাটার।

এদিন শেষ ওভারে শরিফুলের সঙ্গে কথা প্রসঙ্গে হৃদয় বলেন,‘আমার কনফিডেন্স ছিল সবার ওপরে। আপনি যদি দেখেন তাসকিন ভাই, শরিফুল, নাসুম এরা সবাই কিন্তু ব্যাটিং করতে পারে। এর আগে এমন একটা ক্লোজ ম্যাচে ব্যাক টু ব্যাক চার মেরে তাসকিন ভাই জিতিয়েছিল। আর শরিফুলের ওপর আমার কনফিডেন্স ছিল যে, যেহেতু আমরা অনূর্ধ্ব-১৯ থেকে একসঙ্গে খেলছি, তাই স্বাভাবিকভাবেই ওর ওপর একটু বেশিই ভরসা ছিল’।

এদিকে হৃদয় আরও যোগ করেন, ‘শরিফুল ক্রিজে আসার পর আমি একটিই কথা বলি, যদি বল ব্যাটে নাও লাগে, তাও তুই দৌড় দিস। এরপর আসার সময় বলছি, ম্যাচটা তুই জিতাবি, ও আমাকে বলছে ইনশাল্লাহ। ভালো লাগছে যে শরিফুল ম্যাচটা শেষ করেছে’।

শেষ ওভারে করিম জানাতে হ্যাটট্রিকের পর নিজের অনুভূতি জানিয়ে হৃদয় বলেন, ‘আমি ওর হ্যাটট্রিকের পরও নার্ভাস হইনি। কারণ মাত্র ২ রান লাগতো। আর এটা বিশ্বাস ছিল যে, এই রান টেলএন্ডাররাই করতে পারবে। আমি যেহেতু নন স্ট্রাইকে ছিলাম, তাই যারাই এসেছে সবাইকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে, বল কেমন হতে পারে’।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস