, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো এসএসসি পরীক্ষার্থীর

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৩ ১০:৪৩:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৩ ১০:৪৩:৩৭ অপরাহ্ন
সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো এসএসসি পরীক্ষার্থীর ফাইল ছবি
কুমিল্লায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মো. সিয়াম নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ জুলাই) জেলার লালমাই উপজেলার বাগমারা লেভেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মো. সিয়াম লালমাই উপজেলার হাজতিয়া গ্রামের সোহরাব মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, বাগমারা বাজারে চাচার দোকানে কাজ করতো সিয়াম। আজ জুমার নামাজ পড়তে বের হয় সিয়ামসহ তিন বন্ধু। এ সময় সবার পরনে পাঞ্জাবি ছিল। তাই, শখ করে সেলফি তোলার জন্য রেললাইনে দাঁড়ায় তারা।

এ সময় পেছন থেকে সিয়ামের মাথায় ধাক্কা দেয় ঢাকা অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন। ট্রেনের ধাক্কায় তার মগজ বেরিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ আসার আগেই তার মরদেহ স্বজনরা নিয়ে যান।
‘জুলাই বিপ্লবের গ্রাফিতি‘ থাকছে ৫০০ ও ১০০০ টাকার নোটে

‘জুলাই বিপ্লবের গ্রাফিতি‘ থাকছে ৫০০ ও ১০০০ টাকার নোটে