, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


জলজীবন উপভোগ করতে ঘুরে আসুন টাঙ্গুয়ার হাওর থেকে

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৩ ০৯:৪৮:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৩ ১১:৪৫:২০ পূর্বাহ্ন
জলজীবন উপভোগ করতে ঘুরে আসুন টাঙ্গুয়ার হাওর থেকে
টাঙ্গুয়ার হাওরে জলজীবন উপভোগে আপনাদের স্বাগতম। মেঘালয়ের পাহাড়ের পাদদেশে অবস্থিত টাঙ্গুয়ার হাওরে দুইদিন একরাত্রি যাপনের চমৎকার এই উপলক্ষ আমাদের দিচ্ছে নাগরিক জীবন থেকে মুক্তির একটা সুন্দর মাধ্যম।

অতীতে নৌকায় সুযোগ সুবিধা কম থাকার অনেকে পরিবার পরিজন নিয়ে যেতে ইতস্ততবোধ করতো কিন্তু এখন টাঙ্গুয়ার হাওরে অনেক সুযোগ সুবিধা সম্পন্ন বিলাসবহুল হাউজবোট আপনাকে দিচ্ছে জলের উপর ভেসে থাকা একটা আয়েশী জীবন।।

ঘুরিংফিরিং এবার হাওরে পাঁচটি প্রিমিয়াম হাউজবোট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে।হাউজবোটগুলো একটি থেকে অন্যটি আলাদা কিন্তু আপনার মনের প্রশান্তি প্রদান করবে প্রতিটি হাউজবোটই। 

চলুন এক নজরে দেখে নেই ঘুরিংফিরিং এর কোন হাউজবোটটি হতে পারে আপনার এবারের হাওর ভ্রমণের প্রিয় বাহন।।


১) হারমোনি অফ টাঙ্গুয়া (Harmony Of Tangua): 
ঘুরিংফিরিং এর হাউজবোটের বহরে এই বোটকে ডাকা হয় ফ্যামিলি বোট। চারটি কেবিন,একটি লবিতে মোট ১১ জনের বেড টু বেড ক্যাপাসিটি৷ বন্ধুবান্ধব মিলে গেলে আরো বেশি থাকা সম্ভব। হাউজবোটে দুইটি ওয়াশরুম (একটি হাই,একটি লো) এবং একটি শাওয়ার রুম রয়েছে।

ছাদে ঘাস কার্পেট,রুফটপ ডায়নিং,গার্ডেন এবং চমৎকার গোছানো উপস্থাপনা হারমোনি অফ টাঙ্গুয়াকে আলাদা করেছে অনেক হাউজবোট থেকেই।যারা অন্য কারো সাথে স্পেস শেয়ার করতে চান না তাদের জন্য হারমোনি অফ টাঙ্গুয়া অবশ্যই বেস্ট অপশন। মাত্র ৫৫০০ টাকা থেকে শুরু এই হাউজবোটের প্যাকেজ।

২)জলরঙ (JolRong- A poetic water villa)  

টাঙ্গুয়ার হাওরে সবচেয়ে আলাদা এবং দৃষ্টিনন্দন বোটের নাম জলরঙ।পুরো নৌকা দেশবিখ্যাত শিল্পীর তুলিতে আঁকা এবং এই নৌকার শিল্প নির্দেশনা দিয়েছেন জাতীয় চলচিত্র পুরষ্কার পাওয়া শিল্প নির্দেশক। 

জলরঙে ৬ টি কেবিন এবং একটি বিশাল লবি রয়েছে। ছাদে ঘাস কার্পেট,রুফটপ ডায়নিং,রিক্সা,গার্ডেন,বিচ চেয়ার রয়েছে। জলরঙ এ গেলে আপনি অবশ্যই মুগ্ধ হবেন।।জলরঙে মোট তিনটি ওয়াশরুম(হাই,লো মিলিয়ে)।

শৈল্পিক এই হাউজবোট এ পরিবার কিংবা বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসলে আপনার জন্য অপেক্ষা করছে ভবিষ্যতের জন্য দুর্দান্ত স্মৃতি। হাউজবোটটিতে ১৮-২৬ জন পর্যন্ত থাকতে পারবেন। মাত্র ৬০০০ টাকা থেকে শুরু জলরঙের প্যাকেজ।

৩) মনপুরা -Heaven On Water 

হাওরের কাঠ বডির মধ্যে সবচেয়ে বড় হাউজবোটের নাম মনপুরা।নৌকার মোট কেবিনের সংখ্যা ৮ টি।এরমধ্যে এটাচড ওয়াশরুম সহ দুইটি রুম রয়েছে। মনপুরার দৃষ্টিনন্দন লবি আপনাকে মুগ্ধ করবেই,আর সামনের দোলনায় দোল খেতে খেতে হাওর উপভোগের সুযোগ দিচ্ছে জলরঙ।

জলরঙের বেশিরভাগ প্রডাক্ট সংগ্রহ করা হয়েছে আড়ং থেকে তার রুচিশীলতার প্রশ্নে মনপুরা হতে পারে মনের আরাম। ঘাস কার্পেট,রুফটপ ডায়নিং,গার্ডেন,বিচ চেয়ার রয়েছে ছাদে।নৌকায় মোট ওয়াশরুমের সংখ্যা ৪ টি।

বন্ধুবান্ধব,অফিস কলিগ বা পরিবার নিয়ে ভ্রমণ করতে মনপুরা হতে পারে আপনাদের প্রথম পছন্দ।  মনপুরায় ১৮-২৪ জন পর্যন্ত থাকতে পারবেন। মাত্র ৫৫০০ টাকা থেকে শুরু মনপুরার প্যাকেজ।

৪) হিমাদ্রি - A Luxury houseboat 

টাঙ্গুয়ার হাওরে যারা একটু বেশি রিলাক্স করতে চান তাদের জন্য বেস্ট অপশন হতে পারে হিমাদ্রি হাউজবোট। 
৬ টি রুম এবং ৬ টি ওয়াশরুম রয়েছে এই বোটে। ৪ টা রুমের সাথে এটাচড এবং বাকি দুইটি রুমের বাইরে ডেডিকেটেড ওয়াশরুম। মোট ১৮-২০ জন হিমাদ্রি হাউজবোটে থাকতে পারবেন।

হিমাদ্রি খোলামেলা চমৎকার লবি এবং সামনের দোলনা আপনার মনের খোরাক মেটাতে সাহায্য করবে।  ছাদে ঘাস কার্পেট,রুফটপ ডায়নিং,গার্ডেন এবং বিচ চেয়ার বিকাসিতার পাশাপাশি চোখ এবং মনের আরাম নিশ্চিত করেছে।  মাত্র ৭০০০ টাকা থেকে শুরু এই নৌকার প্যাকেজ।

৫) Silver Wave- A Luxury water villa 

সিলভার ওয়েভ হাউজবোট টি হাওরের সেরা বোটগুলোর মধ্যে একটা।৬টি রুম এবং বড় একটি লবি বিশিষ্ট এই হাউজবোট কর্পোরেট অফিসের জন্য বেস্ট চয়েজ। 

৪ টি রুমে এটাচড ওয়াশরুম এবং বাকি দুই রুমের জন্য ডেডিকেটেড দুইটি ওয়াশরুম রয়েছে।  সিলভার ওয়েভ হাউজবোটে ১৮-২০ জন আরামে থাকতে পারবেন।বন্ধুবান্ধব মিলে আসলে ২৫-২৬ জনও অনায়াসে থাকতে পারবে। মাত্র ৬৫০০ টাকা থেকে শুরু সিলভার ওয়েভের ফুল প্যাকেজ। 

প্রতিটি বোট সুনামগঞ্জ টু সুনামগঞ্জ সার্ভিস দেবে।সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে থেকে কয়েকমিনিটের পথ পেরিয়ে দেখা পাবেন  আমাদের হাউজবোট গুলো। 
আপনাকে কষ্ট করে আর তাহিরপুর যেতে হবেনা বলে শুরুতে আপনার ট্যুর হবে আনন্দময়।

প্রতিটি নৌকায় দক্ষ বাবুর্চির হাতে দেশীয় খাবারের স্বাদ পাবেন। প্রতিবেলা হাওরে মাছ এবং দেশি মুরগি কিংবা হাঁস নিশ্চিত করা হবে।
প্রথম দিন ওয়াচ টাওয়ারে গোসলের সুযোগ করে দেয়া হবে  এবং পরের দিন যাদুকাটা নদীতে গোসলের জন্য সময় দেয়া হবে। প্রতিটা নৌকায় লাইফ জ্যাকেট এবং লাইফ বয়া রয়েছে।

শিক্ষিত ম্যানেজার আপনার ট্যুরের সব খুঁটিনাটি সমস্যার সমাধান করে আপনার টাঙ্গুয়ার হাওর ট্যুরকে করে তুলবে আরো প্রাণবন্ত।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা