, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বৈদ্যুতিক তার জড়িয়ে ৬ মহিষসহ প্রাণ গেল রাখালের

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৩ ০৮:২৬:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৩ ০৮:২৬:৫২ অপরাহ্ন
বৈদ্যুতিক তার জড়িয়ে ৬ মহিষসহ প্রাণ গেল রাখালের
আজ দুপুরে বগুড়ার সারিয়াকান্দিতে সেচপাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে ৬ মহিষসহ সবুজ প্রামানিক (৪০) নামে এক রাখাল মারা গেছেন। আজ শুক্রবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার হাটফুলবাড়ি ইউনিয়নের রামনগর এলাকায় মহিষ চড়ানোর সময় ঘটনাটি ঘটে।

মারা যাওয়া সবুজ উপজেলার হিন্দুকান্দি এলাকার মৃত ইফেজ আলী প্রামানিকের ছেলে। তিনি মহিষের রাখাল হিসেবে কাজ করতেন। 

এদিকে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) রাজেশ চক্রবর্তী  জানান, সবুজ রামনগর এলাকার একটি মাঠে মহিষ চড়াতে যান। দুপুরে মহিষের শিঙ বা গায়ের ধাক্কায় বাঁশের খুঁটিসহ টাঙানো সেচপাম্পের বৈদ্যুতিক তার মাটিতে পড়ে যায়।

এতে ছয়টি মহিষ বিদ্যুতায়িত হয়ে মারা যায়। মহিষগুলোকে বাঁচাতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে সবুজ প্রামানিকও ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়।

তি‌নি আরো বলেন, সবুজের লাশ তার পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন। এ বিষ‌য়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস