ব্যান্ডেজ হাতে আজ শুক্রবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের প্রচারণায় গিয়ে হিরো আলম বললেন, ‘হিরো আলমের জীবনে ব্যর্থতা বলে কোনো শব্দ নেই। সবাই মনে করেছিল, হিরো আলম সাততলা বস্তিতে ঢুকতে পারবে না। আমরা আবারও প্রমাণ করে দেখিয়ে দিলাম, আমরা কোনো ভয়-ভীতি, অন্যায়-অত্যাচার এবং কাউকে ভয় করি না।’
‘সত্যের পথে অলটাইম জয় হয়। সত্যর জয় আবারও আজকে হয়েছে। আমরা সাততলা বস্তিতে আজকে প্রতিটি ঘরে ঘরে গিয়েছি। জনগণের ভালোবাসা পেয়েছি।’
তিনি বলেন, ‘আজকে আমাদের শেষ প্রচার। আজ আমরা বিভিন্ন বস্তিতে প্রচার করব।’
‘১৭ তারিখ সারাদিন আপনারা সবাই একতারা মার্কায় ভোট দেবেন। যেরকম আপনারা আজকে ভালোবাসা দেখিয়েছেন, আবারও ১৭ তারিখে আপনারা ব্যালটের মাধ্যমে...। আমরা আপনাদের পাশে আছি, পাশে থাকব’,- বলেন হিরো আলম।
উল্লেখ্য, আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচন হবে। এই ভোট হবে কাগজের ব্যালটে। গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক মারা যাওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। রাজধানীর গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে এই আসন গঠিত।