, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নেশার জন্য গরু বিক্রির চেষ্টা, বাধা দেওয়ায় কাটলেন স্ত্রীর হাত

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৩ ০৭:১৫:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৩ ০৭:১৫:১৮ অপরাহ্ন
নেশার জন্য গরু বিক্রির চেষ্টা, বাধা দেওয়ায় কাটলেন স্ত্রীর হাত প্রতীকি ছবি
নাটোরের লালপুরে মাদক আর জুয়ায় আসক্ত হয়ে সম্পদ প্রায় সব শেষ করেছেন আরিফ হোসেন (৫২)। এবার নেশার জন্য টাকা না পেয়ে কুপিয়ে স্ত্রী মোছা. আলেয়া বেগমের (৪৫) এক হাত কেটে ফেলেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর চণ্ডীগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত আলেয়া বেগমের ভাগনে রকিবুল ইসলাম (২৪) বলেন, কিছুদিন আগে ৩ লাখ টাকায় কয়েকটি গরু বিক্রি করে নেশা ও জুয়ার আসরে শেষ করেন আরিফ হোসেন। এ নিয়ে পরিবারে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। এ বিষয়ে থানায় অভিযোগ করেও কোনো ফল হয়নি। বাড়ির বাকি গরু-ছাগল বিক্রি করে নেশার টাকা জোগাড় করা নিয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আলেয়া বেগমের সঙ্গে ঝগড়া হয়।

রকিবুল ইসলাম আরও বলেন, একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে বাঁ হাত কেটে ফেলেন। গুরুতর আহত আলেয়া বেগমকে স্বজনেরা উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে রক্তক্ষরণে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয়রা জানান, আরিফ হোসেন একদিকে মাদকাসক্ত, সেই সঙ্গে নিয়মিত জুয়া খেলেন। বাড়ির গরু-ছাগল ও জিনিসপত্র বিক্রি করে নেশা ও জুয়ার টাকা জোগাড় করে নিঃস্ব হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন  বলেন, এ ঘটনায় থানায় কেউ এখনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ সংবাদ
চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু

চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু