আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ঐতিহাসিক জয়ের পর ওয়ানডে সিরিজ খোয়ায় বাংলাদেশ দল। এবার দুই ম্যাচের টি-টোয়েন্টিতে মুখোমুখি হতে যাচ্ছে উভয়। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে একে অপরের অন্যতম প্রতিপক্ষ। তাই সিরিজগুলো বেশ গুরুত্ব পাচ্ছে।
ইতিমধ্যে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ ১৪ জুলাই সন্ধ্যা ছয়টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল।
বাংলাদেশের একাদশ: লিটন কুমার দাস, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, হজরতুল্লাহ জাজাই, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আজমাতুল্লাহ ওমরজাই, রশিদ খান(অধিনায়ক), করিম জানাত, মুজিব উর রহমান, ফরিদ আহমদ মালিক, ফজল হক ফারুকী।