, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


একই দিনে চলে গেলেন স্বাধীন বাংলা বেতারের দুই যোদ্ধা

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৩ ০৪:৫০:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৩ ০৪:৫০:৩২ অপরাহ্ন
একই দিনে চলে গেলেন স্বাধীন বাংলা বেতারের দুই যোদ্ধা
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুই কৃতি ব্যক্তিত্ব অনুষ্ঠান ব্যবস্থাপক ও উপস্থাপক আশফাকুর রহমান খান (৮১) এবং শব্দসৈনিক বুলবুল মহলানবীশ (৭০) মারা গেছেন। শুক্রবার (১৪ জুলাই) প্রথম প্রহরে নিজের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুলবুল মহলানবীশ। অন্যদিকে সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক আশফাকুর রহমান খান।

বুলবুল মহলানবীশ ১৯৫৩ সালের ১০ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কবি, লেখক, সংগীতশিল্পী, নাট্যশিল্পী ও আবৃত্তিশিল্পী ছিলেন। তিনি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম জনপ্রিয় শিল্পী। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালির বিজয়ের ঐতিহাসিক ক্ষণে কালজয়ী ‘বিজয় নিশান উড়ছে ঐ’ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন।

আশফাকুর রহমান খান ১৯৪২ সালের ১০ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান ব্যবস্থাপক হিসেবে কাজ করেছিলেন। তিনি স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
বুলবুল মহলানবীশ ও আশফাকুর রহমান খান দুজনই বাংলা সংস্কৃতির অমূল্য সম্পদ ছিলেন। তাদের মৃত্যুতে বাংলা সংস্কৃতি দুই বিজ্ঞজনকে হারালো।

বুলবুল মহলানবীশের ভাতিজি অভিনেত্রী ও নাট্য-নির্দেশক জয়িতা মহলানবীশ বলেন, আমার পিসিমনি আনুমানিক রাত ২টার দিকে মারা গেছেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

শেষকৃত্য কবে, কোথায় হবে, এ বিষয়ে জয়িতা জানান, পিসিমনির ছেলে আমেরিকায় থাকেন, তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত হবে। দুই দিন পর শেষকৃত্য হবে। সময় চূড়ান্ত হলে আমরা জানিয়ে দেব।

অন্যদিকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক আশফাকুর রহমান খান অনেকদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে জানান সাংস্কৃতিক সংগঠক মানজার চৌধুরী সুইট।

সুইট বলেন, তিনি আমার চাচা শ্বশুর। শুক্রবার ভোরে বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজধানীর ফার্মগেট এলাকার বায়তুশ শরফ মসজিদে বাদ জুমা আশফাকুর রহমান খানের জানাজা হবে। এরপর তার মরদেহ দাফনের জন্য মুন্সীগঞ্জের ষোলশহরের নিয়ে যাওয়া হবে বলে জানান মানজার চৌধুরী সুইট।
বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী

বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী