, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সাংবাদিকের জুতা এগিয়ে দিয়ে আলোচনায় আলিয়া, ভাইরাল ভিডিও

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৩ ০৩:৫০:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৩ ০৩:৫০:১৪ অপরাহ্ন
সাংবাদিকের জুতা এগিয়ে দিয়ে আলোচনায় আলিয়া, ভাইরাল ভিডিও
আলিয়া ভাটকে পাপারাজ্জিদের সঙ্গে কখনই খারাপ ব্যবহার করতে দেখা যায় না। এমনকি রণবীর কাপুরও তাই। যে অবস্থাতেই থাকুক না কেন, এই জুটি পাপারাজ্জিদের সামনে হাসি মুখেই পোজ দেন। তবে এবার আলিয়া যা করলেন, তা দেখে মুগ্ধ সবাই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায়, আলিয়ার ছবি তোলার সময় এক পাপারাজ্জির স্যান্ডেল খুলে যায়। আর ছবি তোলার তাড়াহুড়োয় স্যান্ডেল রেখেই পেছনে সরেন সেই পাপারাজ্জি। খুলে যাওয়া স্যান্ডেল চোখ এড়াইনি আলিয়ার।

তারপর সেই স্যান্ডেল নিজে হাতে তুলে সেই সাংবাদিকের হাতে তুলে দিলেন আলিয়া। আলিয়ার এমন কাণ্ড দেখে তো হতবাক নেটিজেনরা। এই ভিডিওতে দেখা গেছে, আলিয়ার সঙ্গে ছিলেন মা সোনি রাজদান এবং দিদি শাহিন ভাট।  আলিয়ার এই ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করে মুগ্ধতা প্রকাশ করে সেলিব্রেটি পাপারাজ্জি মানব মঙ্গলানি লেখেন, এটি আলিয়ার সুন্দর হৃদয়গ্রাহী একটি দৃশ্য। তিনি পাপারাজ্জির স্লিপার তুলে দিচ্ছেন, আমরা যখন আলিয়ার মা ও বোনের সঙ্গে তার ছবি তুলছিলাম। 

আলিয়া ভাটের পরবর্তী সিনেমা ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’। দীর্ঘ দিন পর এ সিনেমা পরিচালনা করেছেন বলিউড নির্মাতা করন জোহর। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আলিয়া ভাট-রণবীর সিং।

সিনেমাটির গল্পে আলিয়া বাঙালি, আর রণবীর সিং পাঞ্জাবি। স্বাভাবিক কারণে সামাজিক-সংস্কৃতিগত কিছু তফাত তাদের রয়েছে। এসব বিষয় রকি আর রানি অর্থাৎ আলিয়া-রণবীরের বিয়েতে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু দুই পরিবারকে তাদের বিয়ের জন্য রাজি করাতে চান তারা। তাতে বাধে বিপত্তি। নানা ঘটনার মধ্য দিয়ে এভাবেই এগিয়েছে গল্প।

সিনেমাটিতে আলিয়া ভাটের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন কলকাতার চূর্ণি গাঙ্গুলি এবং টোটা রায়চৌধুরী। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন- ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
 
বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী

বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী