, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বাংলাদেশে এসে ক্লাসরুম পরিষ্কার করলেন কোরিয়ান শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৩ ০৩:১৫:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৩ ০৩:১৫:২৩ অপরাহ্ন
বাংলাদেশে এসে ক্লাসরুম পরিষ্কার করলেন কোরিয়ান শিক্ষার্থীরা ছবি: সংগৃহীত
১০ দিনের সফরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) এসেছেন কোরিয়ার কুংজু ন্যাশনাল ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসরসহ ১০ শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে ক্লাস শুরুর আগে তারা নিজেরাই তাদের ক্লাসরুম পরিষ্কার করেন।

জানা যায়, আজ শুক্রবার ও আগামীকাল শনিবার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাদের ক্লাস রয়েছে। ক্লাস শুরুর আগে তারা নিজেরাই ক্লাসরুম পরিষ্কার করার আগ্রহ প্রকাশ করেন।

ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. ইকবাল মাহমুদ জানান, বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও কোরিয়ার কুংজু ন্যাশনাল ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সমন্বয়ে শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের জন্য একটি প্রজেক্ট চলমান রয়েছে। প্রজেক্টের উদ্দেশ্যেই তাদের এই বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে আগমন। শুক্রবার ও শনিবার তাদের ক্লাস থাকায় তারা নিজেরাই ক্লাসরুম পরিষ্কারের আগ্রহ প্রকাশ করেন।

গত ১০ জুলাই কোরিয়ান প্রফেসর ড. হ্যাং মুক চোসহ কোরিয়ান ১০ শিক্ষার্থী বাংলাদেশে আসেন।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস