আগামী ২০ মে পর্যন্ত পবিত্র নগরী মক্কায় হজ যাত্রীদের থাকার জন্য বাসা ভাড়া নেওয়ার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। সৌদি আরবের হাউজিং কমিটি ইনচার্জ এ তথ্য জানিয়েছে। এ নিয়ে কয়েক দফা এর মেয়াদ বাড়ানো হলো। খবর গলফ নিউজের।
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শাওয়াল মাস পর্যন্ত তারা হজ যাত্রীদের থাকার জন্য বাসা ভাড়ার আবেদন গ্রহণ করবে। তারা ধারনা করছেন আগামী ২০ মে শাওয়াল শেষ হবে। সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, প্যানেলটি বাড়ি ভাড়া নিতে আগ্রহী বাড়িওয়ালাদের অনুমতিপত্র চূড়ান্ত করার জন্য স্বীকৃত ইঞ্জিনিয়ারিং অফিসে পাঠিয়েছে। এখন মক্কা মিউনিসিপ্যালিটি এবং সিভিল ডিফেন্স দ্বারা স্বীকৃত ইঞ্জিনিয়ারিং অফিসগুলো ওই ভবনগুলোর নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা-নিরীক্ষা করবে।
হজ ইসলামের পাঁচটি বাধ্যতামূলক কর্তব্যের একটি। সৌদি আরবের পবিত্র স্থানগুলোতে এই বছরের জুনের শেষের দিকে হজের কার্যক্রম শুর হবে। সৌদি আরব এ বছর হজ যাত্রার জন্য সর্বনিম্ন বয়স ১২ বছর নির্ধারণ করেছে। কারণে করোনা মহামারির আগে যে কার্যক্রম ছিল সেই কার্যক্রম আবার চালু করা হয়েছে।
সৌদি হজ মন্ত্রণালয় জানিয়েছে, যারা হজের জন্য নিবন্ধন করেছে তাদের মধ্যে যারা এর আগে কখনও হজ করেনি তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। গত দুই বছর করোনা মহামারির কারণে হজের জন্য কঠোর বিধি নিষেধ আরোপ করে সৌদি আরব।
করোনার পূর্বে প্রতি বছর হজ মৌসুমে প্রায় ২৫ লাখ মুসল্লি হজ পালনের উদ্দেশ্যে পবিত্র নগরি মক্কায় যেতেন। যারা শারীরিক ও আর্থিকভাবে হজের সামর্থ্য রাখে, তাদের জীবনে অন্তত একবার হজ পালন করতে হবে।