জনপ্রিয় ক্লাব বার্সেলোনা ছেড়ে দুবছরের চুক্তিতে ফরাসি ক্লাব পিএসজিতে গিয়েছিলেন লিওনেল মেসি। ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের সঙ্গে বিশ্বজয়ীর সময়টা মনমতো রসায়নে কাটেনি। ক্লাবটি ছেড়ে দিয়েছেন মহাতারকা। যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়াতে। মেজর লিগ সকারের দলটির শহর মিয়ামিতে পৌঁছে পিএসজিকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
গত বুধবার পরিবারসহ মিয়ামিতে পৌঁছান মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ফ্র্যাঞ্চাইজি দলটির সঙ্গে এখনও আনুষ্ঠানিক চুক্তি হয়নি, দু-একদিনের মধ্যেই চুক্তি সইয়ের কথা রয়েছে। এরপর জমকালো আয়োজনের মধ্য দিয়ে মেসিকে পরিচয় করিয়ে দেবে মিয়ামি।
তার আগে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে আবাস গুছিয়ে নেয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন মেসি। নতুন পরিবেশে সংসারের জিনিসপত্র কিনতে মিয়ামির একটি সুপারশপে গিয়েছিলেন। ঝুড়ি নিয়ে ঘুরে ঘুরে পণ্য কেনা এবং ভক্তদের সঙ্গে সেলফি তোলার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ফ্রান্স থেকে আমেরিকায় এসে বেশ মানিয়ে নিতে শুরু করেছেন ৩৬ বর্ষী মহাতারকা। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে এসব খবর। শুধু তাই নয়, সংবাদমাধ্যমটির দাবি ফ্রান্সের তিক্ততা ভুলতেই ইনস্টাগ্রামে পিএসজিকে ‘আনফলো’ করেছেন মেসি।
ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৪৭ কোটি ৮০ লাখ হলেও মেসি অনুসরণ করতেন ২৮১টি অ্যাকাউন্ট। এখন তা একটি কমে হয়ে গেছে ২৮০। মেসি যে একটি অ্যাকাউন্ট ‘আনফলো’ করেছেন সেটিই হচ্ছে পিএসজির অফিসিয়াল অ্যাকাউন্ট!