, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সংসারের কেনাকাটার জন্য যুক্তরাষ্ট্রের সুপার শপে মেসি

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৩ ১১:১৫:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৩ ১১:১৫:০৩ পূর্বাহ্ন
সংসারের কেনাকাটার জন্য যুক্তরাষ্ট্রের সুপার শপে মেসি
একজন ধনী বাবা যেমন তার পরিবারের লোকজনকে ভালোবাসে একজন দরিদ্র বাবাও একইভাবে ভালোবাসে। দুই জনই নিজ পরিবারের জন্য নিবেদিতপ্রাণ। ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিও যে তেমনই এক বাবা বা স্বামী। সম্প্রতি পরিবারসহ যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডায় গেছেন মেসি। আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি তার নতুন গন্তব্য।

পিএসজি ছেড়ে ক্লাবটিটে যোগ দিতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। সে লক্ষ্যে মঙ্গলবার (১১ জুলাই) দক্ষিণ ফ্লোরিডায় যান মেসি। সেখানে গিয়ে সাধারণ মানুষের মতোই মার্কিন সুপারমার্কেট সংসারের জিনিসপত্র কেনাকাটা করতে দেখা যায়। যার বেশ কিছু ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ছবিগুলোতে দেখা যায় একটি ট্রলি ঠেলে নিয়ে যাচ্ছেন মেসি। যেখানে বেশ কিছু মুদি জিনিসপত্র রয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ জুলাই) জেনারেল মিলসের লাকি চার্মস এবং কেলগের 'ফ্রুট লুপস' সহ বিভিন্ন ধরণের জিনিস কিনেন মেসি। 

এদিকে মায়ামি সূত্রে জানা যায়, আগামী ১৬ জুলাই রোববার মেসিকে পরিচয় করিয়ে দিবে তার ক্লাব। সেদিনই আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরসহ প্রাসঙ্গি বিষয়গুলো নির্ধারণ হবে। 
 
এদিকে মেসি ইন্টার মায়ামির সঙ্গে আড়াই বছরের চুক্তি করছেন। ২০২৬ সাল পর্যন্ত চুক্তির ঐচ্ছিক শর্তও থাকবে। এই আড়াই বছরে মেসি ক্লাব থেকে বেতন ও সাইনিং বোনাস বাবদ ১৫০ মিলিয়ন ইউএস ডলার পাবেন। চুক্তিতে অবসরের পর ইন্টার মায়ামির অংশীদার হওয়ার সুযোগও থাকবে। সূত্র : ডেইলি মেইল
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’