রাজধানী ঢাকার তাপমাত্রা সহনীয় মাত্রায় রাখতে দুই লাখ গাছ রোপণ করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
বুধবার (৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে নগরের তাপমাত্রা সহনীয় পর্যায়ে রাখতে ডিএনসিসির সঙ্গে যৌথভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনার কথা জানায় ঢাবির ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ। এক্ষেত্রে পরামর্শ দিয়ে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন।
অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন, অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন বিশ্বের অনেক দেশে তাপমাত্রা কমিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেসব কার্যক্রম গ্রহণ করলে ঢাকা শহরের তাপমাত্রা কমানো এবং সহনশীল রাখা যাবে সেসব বিষয়ে তারা আমাদের বিভিন্নভাবে সহায়তা ও পরামর্শ দিচ্ছে। এসময় তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে রাখতে আগামী দুই বছরে ডিএনসিসি এলাকায় ২ লাখ গাছ রোপণের ঘোষণা দেন তিনি।
এসময় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তীব্র তাপপ্রবাহে পুড়ছে ঢাকাসহ গোটা দেশ। তাপমাত্রা বৃদ্ধির পেছনে স্থানীয় কারণগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য ঢাবির সঙ্গে ডিএনসিসি যৌথ সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণ করেছে। এ ব্যাপারে ডিএনসিসিকে সর্বাত্মক সহযোগিতা করবে ঢাবি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডেপুটি হাই কমিশনার ম্যাট ক্যানেল, আড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের সিনিয়র অ্যাডভাইজার মরিসিও রোডাস ও পরিচালক ক্যাথি বাউম্যান ম্যাকলিওড।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিএনসিসির সিইও মো. সেলিম রেজা। এতে আরও উপস্থিত ছিলেন ঢাবির ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের চেয়ারম্যান ও আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান।