, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


টি-টোয়েন্টির তৃতীয় ম্যাচে ভারতের উড়িয়ে দিল বাংলাদেশ

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৩ ০৫:১১:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৩ ০৫:১১:৪১ অপরাহ্ন
টি-টোয়েন্টির তৃতীয় ম্যাচে ভারতের উড়িয়ে দিল বাংলাদেশ
প্রায় এক দশকের বেশি সময় পর মিরপুরে বাংলাদেশ নারী ক্রিকেট দল কোন আন্তর্জাতিক ম্যাচ খেলছে। ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আজ মাঠে নেমেছে নিগার সুলতানা জ্যোতিরা। হোম অব ক্রিকেটে প্রথম দুই ম্যাচ হারায় আগেই সিরিজ হাতছাড়া করেছে তারা। টাইগ্রেসদের ধবল ধোলাই এড়ানোর ম্যাচে আজ টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্মৃতি মান্ধানা ও হারমনপ্রিতরা। আগে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারালেও শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০২  রান সংগ্রহ করেছে। 

প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত হওয়ায় আজ অনেকটা নির্ভার হয়েই ব্যাট হাতে মাঠে নামেন দুই ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মা। তবে টাইগ্রেসদের বোলিং তোপে শুরুতেই সাজঘরে ফিরতে হয় তাদের। দলীয় ২০ রানের মধ্যেই দুই ওপেনারকে সাজঘরে ফিরিয়ে বোলিংয়ে বাংলাদেশের ইনিংসের শুভ সূচনা করেন সুলতানা খাতুন।

স্মৃতি মাত্র ১ রানে আউট হবার পর শেফালিও ফেরেন ব্যক্তিগত ১১ রানেই। এরপর জেমিমাহ রদ্রিগেজকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক হারমানপ্রীত কর। এ দুজনের ৪৫ রানের জুটিতে শুরুর ধাক্কা কিছুটা সামলে ওঠলেও আবার আঘাত হানেন টাইগ্রেস বোলার সর্ণা আক্তার।

দ্বাদশ ওভারে স্বর্ণার বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে জেমিমাহ যখন ব্যক্তিগত ২৮ রানে সাজঘরে ফিরলে ভারতের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেট হারিয়ে ৬৫ রান। জেমিমাহ সাজঘরে ফেরার পর আর ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক হারমানপ্রীত, ফাহিমা খাতুনের বলে তিনি স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে আউট হন ব্যক্তিগত ৪০ রানেই।

সপ্তদশ ওভারের খেলায় ভারতের দলীয় সংগ্রহ তখন চার উইকেট হারিয়ে ৯১ রান। এরপর শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০২ রান করায় হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ১০৩ রান।  
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান