, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


দোকান ছেড়ে ৫ ফুট রাস্তা দখল, ব্যবসায়িকে জরিমানা 

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৩ ০৪:৩৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৩ ০৪:৩৫:৩০ অপরাহ্ন
দোকান ছেড়ে ৫ ফুট রাস্তা দখল, ব্যবসায়িকে জরিমানা 
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে মেসার্স ইমন খান বেডিং স্টোরের সত্ত্বাধিকারী মো. মোস্তাকিম খানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিজুর রহমান।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আজিজুর রহমান বলেন, স্থানীয় বাজার মনিটরিং এর নিয়মিত কাজের অংশ হিসেবে কালীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড উত্তর ভাদার্ত্তী মিল গেট এলাকায় রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্যবসা পরিচালনা করায় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয় এবং দোকানের বর্ধিত অংশ সরিয়ে দেওয়া হয়। 

তিনি আরো বলেন, ওই এলাকার ব্যবসায়ীরা তাদের দোকানের সীমানা থেকে প্রায় ৫ ফুট রাস্তার জায়গা দখল করে ল্যাপ-তোষক সাজিয়ে রাখে। ফলে উক্ত রাস্তায়  নিয়মিত যানজটের সৃষ্টি হয়। এছাড়া দোকানগুলোর লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় মেসার্স ইমন খান বেডিং স্টোরের সত্ত্বাধিকারী মো. মোস্তাকিম খানের কোন ধরণের লাইসেন্স প্রদর্শন করতে না পারায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে অতি দ্রুত ট্রেড ও ডিলিং লাইসেন্স করার জন্য নির্দেশ প্রদান করা হয়। 
সর্বশেষ সংবাদ