, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বাংলাদেশকে ৩৫০ রানের বিশাল টার্গেট দিলো শ্রীলঙ্কা

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৩ ০৩:১৯:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৩ ০৩:১৯:৩৭ অপরাহ্ন
বাংলাদেশকে ৩৫০ রানের বিশাল টার্গেট দিলো শ্রীলঙ্কা
চলতি ইমার্জিং এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিংহলিজ স্পোর্টস ক্লাবে মাঠে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে আমন্ত্রণ জানায় লাল-সবুজের জার্সিধারীরা। শ্রীলঙ্কা আগে ব্যাট করে আভিশকা ফার্নান্দোর সেঞ্চুরি ও মিনোদ ভানুকার হাফ সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেট হারিয়ে ৩৪৯ রান সংগ্রহ করেছে। জিততে বাংলাদেশ ‘এ’ দলকে করতে হবে ৩৫০ রান।

উদ্বোধনী জুটিতে আভিশকা ও লাসিথ ক্রসপুল্লে ৫১ রান তোলেন। এসময় ব্যক্তিগত ৩১ রানে আউট হন ক্রসপুল্লে। সেখান থেকে ১২৫ রানের জুটি গড়েন আভিশকা ও মিনোদ। দলীয় ১৭৬ রানের মাথায় মিনোদ আউট হন ৪টি চার ও ৩ ছক্কায় ৫৭ রান করে। সাহান আর্চাযি ২ রান করে ফিরলে পাসিন্দু সুরিয়াবান্দারাকে নিয়ে ৪০.২ ওভারেই দলীয় সংগ্রহকে ২৫৭ পর্যন্ত নিয়ে যান।

সুরিয়াবান্দারা ফিরেন ৪টি চার ও ২ ছক্কায় ৪৩ রান করে। ২৭১ রানের মাথায় ভয়ঙ্কর হয়ে ওঠা আভিশকাকে ফেরানো যায়। যাওয়ার আগে ১২৪ বল খেলে ১৩টি চার ও ৩ ছক্কায় ১৩৩ রানের ঝকঝকে ইনিংস খেলে যান। এরপর আশেন বান্দারার ৩৫, দুনিথ ওয়েলালাগের ৩১ রানের ইনিংসে ভর করে ৩৪৯ রানের বড় সংগ্রহ পায় লঙ্কানরা।

বল হাতে বাংলাদেশের রিপন মন্ডল ১০ ওভারে ৭২ রান দিয়ে ৩টি উইকেট নেন। আর সৌম্য সরকার ৫ ওভারে ৫২ রান দিয়ে নেন ৩টি উইকটে। ১টি করে উইকেট নেন রাকিবুল হাসান ও মেহেদী হাসান। এবারের ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমান। পরের ম্যাচে শনিবার ওমানের মুখোমুখি হবে সৌম্য-সাইফরা। আর মঙ্গলবার শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়বে।
 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস