, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


দেশের ৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৩ ১২:৪৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৩ ১২:৪৮:০৭ অপরাহ্ন
দেশের ৭ জেলায় ঝড়ের পূর্বাভাস
এবার সারা দেশেই বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। দেশের প্রায় সব বিভাগেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টি বাড়ার শঙ্কার মধ্যেই ৭ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৭ জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 
 
এদিকে পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, বৃহস্পতিবার সারা দেশেই থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, শুক্রবার থেকে এর তীব্রতা কিছুটা বাড়তে পারে। বৃহস্পতিবার দেশের পাঁচ বিভাগের অনেক জায়গায় এবং তিন বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

এদিকে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু জায়গায়ও এমনটা হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্র কিছুটা হ্রাস ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সর্বশেষ সংবাদ