এবার ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান তরুণ ভিতর রকিকে দলে ভেড়াতে বেশ উঠেপড়ে লেগেছিল কাতালান ক্লাব বার্সেলোনা। অবশ্য তার নিজেরও পছন্দের শীর্ষে ছিল স্প্যানিশ ক্লাবটি। সে কারণে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহামের মতো ক্লাবগুলো আরও বড় অঙ্কের প্রস্তাব দিলেও রকি তাতে সায় দেননি। গত কয়েকদিনের টানা গুঞ্জন শেষে ৭ বছরের চুক্তিতে ব্রাজিলের এই ‘নতুন রোনালদো’কে দলভুক্ত করেছে বার্সা।
ক্লাবটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পরবর্তীতে বার্সার টুইটার অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি ভিডিওতে রকি বলেন, ‘কিউলার্স, বার্সার সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে আমি খুব খুশি। আমার স্বপ্ন সত্যি হয়েছে। তিগরিনিও বার্সেলোনায় আসছে। দেখা হবে শিগগিরই। বার্সেলোনা এগিয়ে চলো।’
তবে এখনই বার্সেলোনায় যোগ দেবেন না এই ব্রাজিলিয়ান তরুণ। ২০২৪–২৫ মৌসুমে তিনি ক্লাবটির জার্সি গায়ে জড়াবেন। তার সঙ্গে চুক্তির মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত। এর ভেতর তাকে কেউ কিনতে চাইলে রিলিজ ক্লজ বাবদ ৫০ কোটি ইউরো গুনতে হবে। তবে রকির দলবদল ফি বা বেতন সম্পর্কে কোনো ধারণা দেয়নি বার্সেলোনা।
ইএসপিএন জানিয়েছে, রকির জন্য বার্সেলোনা দলবদল বাবদ ৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলার খরচ করছে। বোনাসসহ খরচ হবে আরও ২ কোটি ১০ লাখ ইউরো। আলো ঝলমলে পারফরম্যান্সে এই বছরের শুরুতে অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে সবার নজর কাড়েন রকি। ব্রাজিলের শিরোপা তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা জয়ে রাখেন।
৮ ম্যাচে গোল করেন আসরের সর্বোচ্চ ৬টি। এরপর তিনি জাতীয় দলেও ডাক পান। গত মার্চে প্রথমবার ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে নামার মাধ্যমে তিনি একটি কীর্তিও গড়েন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে সবচেয়ে কম বয়সে অভিষেক হয়েছিল তার। মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি নেমে অভিষেক হয় আন্তর্জাতিক ফুটবলে।
বার্সায় যোগদানের আগপর্যন্ত তার পুরনো ব্রাজিলিয়ান ক্লাব পারানায়েনসের হয়ে খেলবেন রকি। ক্লাবটির হয়ে তিনি এখন পর্যন্ত ৬৬ ম্যাচে ২২ গোল করেছেন। গত মৌসুমে দলকে কোপা লিবের্তাদোরেসের ফাইনালে তুলতেও বড় অবদান রাখেন রকি। ৯ নম্বর জার্সিতে সেন্টার ফরোয়ার্ড হয়ে খেলা এই তরুণ তারকাকে অনেকেই ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদোর (দ্য ফেনোমেনন) সঙ্গে তুলনা করে থাকেন।
এদিকে, দলবদল বিষয়ক প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো রকির এজেন্ট আন্দ্রে কুরির দেওয়া এক সাক্ষাৎকারের বরাতে বলছেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি ইংলিশ ক্লাব রকির চুক্তিটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। বার্সেলোনার চেয়ে বড় অঙ্কের প্রস্তাব করেছিল ম্যানইউ এবং টটেনহাম, প্রায় ১০০ মিলিয়ন ইউরোর কাছাকাছি। ভিতর শুধু বার্সায় খেলতে চায়, তার মন পরিবর্তনের কোনো সুযোগ নেই।’