, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


দুপুরে মাঠে নামছে ব্রাজিল

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৩ ০৯:২৮:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৩ ০৯:২৮:৪৪ পূর্বাহ্ন
দুপুরে মাঠে নামছে ব্রাজিল
আর কিছুদিন পরই পর্দা উঠবে নারী ফুটবল বিশ্বকাপের। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে বসবে এবারের নারী বিশ্বকাপ। ২০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত চলবে নারী ফুটবল বিশ্বকাপের নবম আসর। আসন্ন এই বিশ্বকাপকে সামনে রেখে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছে ব্রাজিল নারী ফুটবল দল। বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) চীনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।

অস্ট্রেলিয়ার রয়েল পিনেস মাঠে এক প্রস্তুতি ম্যাচে স্থানীয় সময় বেলা ১২টায় চীনের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিলের মেয়েরা। তিন ধাপে ৩০ মিনিট করে মোট ৯০ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ব্রাজিলের গোলরক্ষক লেটিসিয়া জানান, বিশ্বকাপের মূল পর্বে পানামার বিপক্ষে মাঠে নামার আগে চীনের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচ দলের ভুলত্রুটি সংশোধনে ভূমিকা রাখবে।

আসন্ন নারী বিশ্বকাপে এফ গ্রুপে রয়েছে ব্রাজিল, যেখানে দলটি প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে শক্তিশালী ফ্রান্স, জামাইকা ও পানামাকে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে জুলাইয়ে। নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ২৪ জুলাই বাংলাদেশ সময় বিকেল ৫টায় পানামার বিপক্ষে লড়বে ব্রাজিলের মেয়েরা।

পানামার বিপক্ষের সেই ম্যাচের পরই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ব্রাজিলকে। নিজেদের দ্বিতীয় ম্যাচে ২৯ জুলাই শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে লড়বে ব্রাজিলের মেয়েরা। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২ আগস্ট জামাইকার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল, ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়।
 
ব্রাজিল দল :

গোলরক্ষক : বার্বারা, কামিলা, লেটিসিয়া ইজিডোরো

ডিফেন্ডার : অ্যান্থনিয়া, ব্রুনিনহা, কাথেলেন, লাউরেন, মনিকা, রাফায়েল্লে, তামিরেস

মিডফিল্ডার : আদ্রিয়ানা, আরি, আনা ভিটোরিয়া, দুধা সাম্পাইও, কেরোলিন, লুয়ানা

ফরোয়ার্ড : আন্দ্রেসা আলভেজ, বিয়া জানেরেত্তু, গাবিনহা, গাবি নুনেজ, গেইস, মার্তা, রাইসলা।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস