, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


এশিয়া কাপে তামিম অধিনায়ক থাকবেন তো?

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৩ ০৯:১৯:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৩ ০৯:১৯:১৩ পূর্বাহ্ন
এশিয়া কাপে তামিম অধিনায়ক থাকবেন তো?
বাংলাদেশের কোনো টেস্ট সিরিজের আগেই তামিম ইকবালের রহস্যময় ইনজুরি মাথচাড়া দিয়ে ওঠে সেটার নজির সাম্প্রতিকসময়ে দেখা গেছে বেশ কয়েকবার। কিন্তু ওয়ানডে সিরিজের আগে যেন বেমালুম গায়েব হয়ে যায় পিঠের সেই ইনজুরি। এশিয়া কাপের আগে দেড় মাস ছুটি পেয়েছেন বাঁহাতি এই ওপেনার।

২৮ ঘণ্টার অবসর কাটিয়ে ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিলেও এশিয়া কাপের আগ পর্যন্ত তাকে ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লম্বা ছুটি পেয়ে রহস্যময় সেই ইনজুরি থেকে পরিত্রাণ পেতে দিন লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ওয়ানডে দলপতি। সেখানে চিকিৎসার পর আপডেট দেখে বোর্ড সিদ্ধান্ত নেবে তামিমের এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে।

তামিমের অবর্তমানে ওয়ানডে দলের নেতৃত্বের গুরুভার পড়েছে লিটন দাসের ওপর। ইতোমধ্যে আফগানিস্তানের বিপক্ষে দলকে নেতৃত্বও দিয়েছেন এই ওপেনার। তামিমের ফেরার পর দলের নেতৃত্বের কি হবে সেটি নিয়ে রয়েছে বেশ জল্পনা কল্পনা। তামিমের হাতেই কি থাকবে অধিনায়কের দায়িত্ব? না লিটনের নেতৃত্বের খেলতে হবে তামিমকে?

এই প্রশ্নের জবাব মিললো জাতীয় দলের ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনূসের কাছ থেকে। ইংল্যান্ড থেকে ফেরার পর তামিমের বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড এমনটাই জানিয়েছেন বিসিবির এই পরিচালক। জালাল বলেন, ‘আগে ও ইংল্যান্ড থেকে আসুক। মেডিক্যাল আপডেট দেখি আমরা ওর। যেহেতু ফিটনেসের ইস্যু আছে। আগে রিপোর্টগুলো দেখি আমরা আমরা।’

তিনি আরও বলেন, ‘তামিমের সঙ্গে আমরা আলোচনা করছি এই বিষয়ে। ও বলেছে আমি আসি আগে। তার পর এগুলো নিয়ে আলাপ করব। ওর সঙ্গে চূড়ান্ত আলাপ না করে তো কিছু বলা যাচ্ছে না এখনও। আগে দেখি ওর কন্ডিশন। খেলতে পারে কি না সেটিও তো আমাদের দেখতে হবে।’
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস