, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রাজকে ছাড়াই ছেলের ১১ মাস পূর্তি উদযাপন করলেন পরীমনি

  • আপলোড সময় : ১২-০৭-২০২৩ ০৮:৫৪:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৩ ০৮:৫৪:২৬ অপরাহ্ন
রাজকে ছাড়াই ছেলের ১১ মাস পূর্তি উদযাপন করলেন পরীমনি
দেশের আলোচিত দম্পতি শরীফুল রাজ-পরীমণির মাঝে দূরত্বের বিষয়টি আবারও গণমাধ্যমের শিরোনাম হয়েছে এসেছে। এই তারকা দম্পতির সম্প্রতি সংসার জীবনের টানাপোড়েনের ঘটনা সবার মুখে মুখে ছিল। আবারও রাজ-পরীর সম্পর্ক আলোচনায় আসার কারণ হচ্ছে তাদের পুত্র রাজ্যর ১১ মাস পূর্তি পালন নিয়ে। গত (১০ জুলাই) রাজ্যর ১১ মাস পূর্তি হয়েছে।

রাজ্যর ১১ মাস পূর্তিতে বরাবরের মতো এবার পরীমণি আনুষ্ঠানিকভাবে কেক কেটেছেন। রাজ্যর প্রতিবারের মাস পূর্তি উদযাপনে শরীফুল রাজ উপস্থিত থাকতেন সঙ্গত কারণেই। এবার রাজকে ছাড়া রাজ্যর ১১ মাস পূর্তি উদযাপন হয়েছে। পরীমণি রাজ্যর ১১ মাস পূর্তির উদযাপন করে যথারীতি সেই ছবি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন।

এ ছবিতে দেখা গেছে, রাজ্যর ১১ মাস পূর্তির কেক কাটার সময় পরীমণির সঙ্গে ছিলেন তার নানাভাই। তবে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি সোশ্যাল মিডিয়ায়। এই ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে পরীমণি রাজের ভক্ত-অনুসারীরা রাজ্যকে শুভ কামনা জানানোর পাশাপাশি অন্য মন্তব্য করেছেন। ছেলের মাস পূর্তি উদযাপনে বাবা কেন উপস্থিত নেই-এমন প্রশ্ন করেছেন কেউ কেউ।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের মন্তব্যে এমনও কথা উঠে এসেছে যে তাহলে কী রাজ-পরী আসলেই আলাদা হয়ে গেছেন? তা না হলে কেন রাজ ছেলের মাস পূর্তি উদযাপনে উপস্থিত নেই? এর আগে ঈদের সময়টায়ও ছিলেন না রাজ। এর মধ্যে রাজ্যর অসুস্থতায় হাসপাতালেও ছুটতে হয় পরীকে। ওই সময়টায় রাজ ছিলেন মালদ্বীপে।

গত ২০২১ সালের ১৭ অক্টোবর ভালোবেসে বিয়ে করেন পরীমণি ও রাজ। পরের বছর ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় তাদের সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। রাজের সঙ্গে কয়েকদিন আগে তার বান্ধবী অভিনয়শিল্পী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে একাধিক ব্যক্তিগত ভিডিও ক্লিপ ও স্থিরচিত্র ফাঁসের ঘটনায় চিত্রনায়িকা স্ত্রী পরীমণির সঙ্গে জটিলতা তৈরি হয়।
বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী

বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী