, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ , ২৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


এখন শুধু ব্যালন ডি'অর নিয়েই ভাবছেন এমবাপে

  • আপলোড সময় : ১২-০৭-২০২৩ ০৮:৩৩:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৩ ০৮:৩৩:৪৬ অপরাহ্ন
এখন শুধু ব্যালন ডি'অর নিয়েই ভাবছেন এমবাপে
তারকা ফুটবলার কাইলিয়ান এমবাপে বলছেন, ব্যালন ডি’অর জয়ের বিষয়ে ভালোই ‘চিন্তা’ করছেন। লিগ ওয়ান চ্যাম্পিয়নদের সাথে তার থাকা না থাকা নিয়ে নানা আলোচনার মধ্যেই ব্যক্তিগত অর্জন বিষয়ে এমন মন্তব্য ফ্রান্সের বিশ্বজয়ী তারকার। এমবাপে মনে করছেন ব্যক্তিগত অর্জন ব্যালন ডি’অর জয়ের জন্য যথেষ্ট করেছেন গত মৌসুমে, যা বর্তমানে স্বদেশি করিম বেনজেমার দখলে।

ফরাসি তারকা গত মৌসুমে ৪৩ ম্যাচে ৪১ গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে ১০ গোল করিয়ে লিগ শিরোপা ধরে রাখতে সহায়তা করেছেন। কাতার বিশ্বকাপে ফ্রান্সকে ফাইনালে তুলতে আট গোল করেছিলেন ২৪ বর্ষী ফরোয়ার্ড। বিশ্বকাপের ফাইনালে একটি হ্যাটট্রিকও রয়েছে ঝুলিতে।
 
তিনি বলেন, ‘এখন আমি ব্যালন ডি’অরের কথা চিন্তা করছি। এমনকি যদি এর চিন্তা নাও করি, মানুষ এগুলোর কথা চিন্তা করছে। কারণ আমার নাম অন্য নামগুলোর মধ্যে অন্যতম। আমার যা করার করেছি, যাদের ভোট দেয়ার কথা দেবে।’

তিনি আরও বলেন, ‘যখন সর্বোচ্চ স্তরে খেলবেন, সেখানে চমৎকার খেলোয়াড় পাবেন। এরমধ্যে একজনের নাম নেয়া মানে অন্যদের অবজ্ঞা করা। আপনাকে সবার নাম নিতে হবে। যদি মানুষ মনে করে আমি চমৎকার, এটা আমাকে খুশি করে এবং যেটা করছি তা করার জন্য আমাকে অনুপ্রেরণা যোগায়।’
 
এদিকে এমবাপের সাথে ব্যালন ডি’অরের দৌড়ে এবার আছেন ৩৬ বছর পর কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেয়া মহাতারকা ৩৬ বর্ষী লিওনেল মেসি এবং ম্যানচেস্টার সিটিকে প্রথম মৌসুমেই ট্রেবলজয়ী করা ২২ বর্ষী নরওয়ে তারকা আর্লিং হালান্ড।
ছাত্রদের উপদেষ্টা করলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন বাদ যাবে: প্রশ্ন আসিফের

ছাত্রদের উপদেষ্টা করলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন বাদ যাবে: প্রশ্ন আসিফের