, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


আগামী শনিবার ঢাকায় সমাবেশ ডেকেছে ইসলামী আন্দোলন

  • আপলোড সময় : ১২-০৭-২০২৩ ০৭:১২:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৩ ০৭:১২:০৯ অপরাহ্ন
আগামী শনিবার ঢাকায় সমাবেশ ডেকেছে ইসলামী আন্দোলন ফাইল ছবি
সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে ১৫ জুলাই বিকালে রাজধানীতে সমাবেশ আহ্বান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে দলটি।

বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম ও সেক্রেটারি ডা. শহিদুল ইসলাম এক বিবৃতিতে সমাবেশ সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। 

বিবৃতিতে তারা বলেন, দলীয় সরকারের অধীনে কোনও নির্বাচন দেশবাসী মানবে না। অথর্ব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে  সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

নেতারা আরও বলেন, সরকার জনগণের অধিকার কেড়ে নিয়েছে। জানমালের নিরাপত্তা নেই। অবৈধ সরকারের পতন ঘটিয়ে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই।