, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রাজধানীতে আ.লীগ-বিএনপির সমাবেশ, ভোগান্তিতে সাধারণ মানুষ

  • আপলোড সময় : ১২-০৭-২০২৩ ০৫:৫১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৩ ০৫:৫১:১৭ অপরাহ্ন
রাজধানীতে আ.লীগ-বিএনপির সমাবেশ, ভোগান্তিতে সাধারণ মানুষ ছবি: সংগৃহীত
রাজধানীতে দেশের দুই বড় দল আ.লীগ-বিএনপির সমাবেশের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের কারণে ভোগান্তিতে সাধারণ মানুষ। বিএনপির সমাবেশের কারণে কাকরাইল মসজিদ মোড় থেকে মগবাজার, ইস্কাটন রোড, মৎস্য ভবন থেকে হাইকোর্ট মোড় সড়কে যানবাহন কার্যত স্থবির হয়ে আছে।  

মাঝে বৃষ্টির কারণে যানজট পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। অনেক যাত্রী ও সমাবেশগামী বাসের নেতাকর্মীরা হেঁটে গন্তব্যে যাচ্ছিলেন।

নেতাকর্মীদের চলাচলের সুবিধার্থে কাকরাইল মসজিদ মোড় থেকে নয়াপল্টনমুখী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। একইভাবে পল্টন মোড় থেকে গুলিস্তান ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদমুখী সড়কও বন্ধ রাখা হয়েছে। পল্টন মোড়ে জলকামান ও প্রিজনভ্যান প্রস্তুত রাখা হয়েছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগের শান্তি সমাবেশ হচ্ছে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। অপর দিকে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করেছে দলটি।

এদিকে ব্যানার-ফেস্টুন হাতে একের পর এক মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন আ.লীগ-বিএনপি নেতাকর্মীরা। বিপুল সংখ্যক নেতকার্মী সমাবেশস্থলে জড়ো হয়েছেন। তবে বৃষ্টির কারণে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে নেতাকর্মীদের। বৃষ্টির পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মী সমাবেশস্থলে উপস্থিত হন। এছাড়া রাজধানীর আশপাশের জেলাগুলো থেকেও দলীয় নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন।

এদিকে সমাবেশকে ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সর্বশেষ সংবাদ