, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪ , ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


আওয়ামী লীগের শান্তি সমাবেশে চেয়ার ছোড়াছুড়ি

  • আপলোড সময় : ১২-০৭-২০২৩ ০৪:০১:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৩ ০৪:০১:২২ অপরাহ্ন
আওয়ামী লীগের শান্তি সমাবেশে চেয়ার ছোড়াছুড়ি
আজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। আজ বুধবার (১২ জুলাই) দুপুর দেড়টায় মঞ্চের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ আনুষ্ঠানিকভাবে বিকাল ৩টায় শুরু হয়। তবে এর আগেই দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে।

এ সময় মঞ্চে থাকা আওয়ামী লীগের সিনিয়র নেতারা সবাইকে শান্ত হওয়ার অনুরোধ জানান। তাতেও কাজ না হওয়ায় কয়েকজন নেতা মঞ্চ থেকে নেমে এসে উভয় পক্ষকে নিবৃত করেন।

জানা গেছে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এ কর্মসূচিতে বিশৃঙ্খলায় জড়িত দুই পক্ষই নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে এসেছে। তারা পৃথক পৃথক মিছিল নিয়ে সমাবেশস্থলে আসে। মঞ্চের সামনে রাখা চেয়ারে বসাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়।

এদিকে বিশৃঙ্খলা দেখা দিলে আওয়ামী লীগ নেতারা বলেন, এখাবে সিসি ক্যামেরা আছে, ড্রোন ক্যামেরা আছে। যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
 
বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ শান্তি সমাবেশ বিকাল ৩টায় শুরু হয়, চলবে ৫টা পর্যন্ত। এতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাত্রিপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। নারায়ণগঞ্জ, গাজীপুরসহ আশপাশের জেলা থেকেও নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দিয়েছেন।
সর্বশেষ সংবাদ
আগামী তিন দিন ভারী বর্ষণের পূর্বাভাস

আগামী তিন দিন ভারী বর্ষণের পূর্বাভাস