, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আমার অবসরের সেরা সময় কখন সেটা ঈশ্বর সিদ্ধান্ত নেবেন: মেসি

  • আপলোড সময় : ১২-০৭-২০২৩ ০৩:০২:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৩ ০৩:০২:০৯ অপরাহ্ন
আমার অবসরের সেরা সময় কখন সেটা ঈশ্বর সিদ্ধান্ত নেবেন: মেসি
কোন ক্লাব ফুটবলের এমন কোনো শিরোপা নেই যা লিওনেল মেসির শোকেসে নেই। বাকি ছিল কেবল সোনালী ট্রফিটা। অবশেষে সেটিও ধরা দিয়েছে হাতে। তাই তো গোল, দলীয় শিরোপা ও ব্যক্তিগত অর্জন মিলিয়ে ফুটবল ইতিহাসের সবচেয়ে সুসজ্জিত খেলোয়াড় বিশ্বজয়ী মেসি। অথচ তাকেও একটা সময় পড়তে হয়েছে কঠোর সমালোচনায়। যদিও সেই সমালোচনা মাড়িয়ে দেশকে কাঙ্ক্ষিত বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছেন তিনি। 

তাই তো ফুটবলে এখন তার নতুন করে কিছু পাওয়ার নেই। দ্রুতই অবসর নেবেন, তার আগে চাপমুক্ত থেকে কিছুদিন উপভোগ করতে চান ফুটবল। সেজন্য চলতি মৌসুম থেকে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন তিনি। পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে এখন মেসি আছেন যুক্তরাষ্ট্রে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ জুলাই ক্লাবটির ভক্ত-সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবে মায়ামি। আর ২১ জুলাই হবে ক্লাবের জার্সিতে অভিষেক ম্যাচ। 
 
এদিকে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টেলিভিশন পাবলিকাকে দেয়া সাক্ষাৎকারে মেসি তাকে নিয়ে সমালোচনা, অবসরের পরিকল্পনা ও ইন্টার মায়ামি যাওয়া নিয়ে কথা বলেন। সেখানেই তিনি বলেন, সত্যি বলতে আমি জানি না কবে অবসর নেব, তবে এটি শিগগিরই ঘটবে। খবর গোলডটকম

আর্জেন্টিনায় আগে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে এমন প্রশ্নের উত্তরে মেসি বলেন, আমরা অনেক সমালোচনার শিকার হয়েছি। ফুটবলের বাহিরের বিষয় টেনে তারা সমালোচনা করতো যা ছিল বর্বরতার শামিল। লাইন ক্রস করে অসম্মান করতো, যেটা ঠিক না। এমনকি তারা শুধু আমাকে বাজে কথা বলেনি, এমন কিছু করেছে, বলেছে যাতে আমার পরিবার পর্যন্ত ভুক্তভোগী হয়েছে।
 
ফুটবলকে অবসর বলবেন কবে? এমন প্রশ্নের জবাবে এ বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, আমি এখনও জানি না কবে। আমার মনে হয়, যখন সময় আসবে তখনই। সবকিছু জয়ের পর এখন আমি ফুটবল উপভোগ করতে চাই। অবসরের সেরা সময় কখন সেটা ঈশ্বর সিদ্ধান্ত নেবেন। তবে আমার বয়সের কারণে যৌক্তিকভাবেই এটা খুব বেশি দেরি নেই। কবে অবসর নেব সুনির্দিষ্ট করে জানি না। অবসরের পরে হয়তো আমার এই অর্জনের গুরুত্ব বেশি বুঝতে পারব।
 
বিশ্বকাপ জয়ের পর নিজের অনুভূতি নিয়ে বলতে গিয়ে আলবিসেলেস্তে অধিনায়ক বলেন, মুহূর্তটা বর্ণনা করার মতো নয়, কারণ এটা আমার জন্য, আমার পরিবার, বন্ধুদের কাছে অনেক কিছু। কারণ জাতীয় দলে আমাকে যেসবের মধ্য দিয়ে যেতে হয়েছে, যেসব বাজে অভিজ্ঞতা ভোগ করতে হয়েছে তার জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোপা জিতে ক্যারিয়ার উজ্জ্বল করতে পারা, অসাধারণ ব্যাপার। আমার কেবল এটাই জেতার বাকি ছিল এবং এটাই শেষ চাওয়া ছিল।
 
এদিকে মায়ামিতে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়ে বেশ খুশি উল্লেখ করে মেসি বলেন, যে সিদ্ধান্ত নিয়েছি তার জন্য আমরা খুব খুশি। নতুন চ্যালেঞ্জ নেয়ার আগে আমরা অনেক আলাপ-আলোচনা করেছি। যুক্তরাষ্ট্রের লিগে খেলছি বলে এটা মোটেও আমার মানসিকতায় পরিবর্তন আনবে না। আমার ক্লাবের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো এবং সর্বোচ্চটা দেবো।
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর