গত জুনের দ্বিতীয় সপ্তাহে ইউরোপ ছেড়ে আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে যাওয়ার ঘোষণা দেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। এরপরই যুক্তরাষ্ট্রের ক্রীড়াঙ্গনে সুবাতাস বইতে থাকে। মায়ামির সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যা হু হু করে বাড়তে থাকে। তবে এখন পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে মায়ামি হতে পারেননি। কেননা তাকে এখনো চুক্তিবদ্ধ করতে পারেনি ক্লাবটি।
গতকাল মঙ্গলবার (১১ জুলাই) মায়ামিতে যোগ দেয়ার ঘোষণার পর পরিবারসহ নিজস্ব বিমানে করে দক্ষিণ ফ্লোরিডার ফোর্ট লডারডেল এক্সিকিউটিভ এয়ারপোর্টে পৌঁছান আর্জেন্টাইন তারকা। এসময় তাকে দেখতে ভক্ত-সমর্থকরা এয়ারপোর্টে জার্সি ও পোস্টার নিয়ে উপস্থিত হয়েছিলেন। খবর টিওয়াইসি স্পোর্টস
এদিকে ইন্টার মায়ামি ১৬ জুলাই একটি জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে বিশ্বসেরা ফুটবলারকে বরণ করে নিতে প্রস্তুত হয়েছে। সে হিসেবে সোশ্যাল মিডিয়ায় তাদের ভক্ত-সমর্থকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। মেসিকে ডিআরভি পিএনকে স্টেডিয়ামে এদিন পরিচয় করিয়ে দেয়া হবে বলে আশা করা হচ্ছে।
ধারণা করা হচ্ছে ২১ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে মায়ামি জার্সিতে অভিষেক হতে পারে এলএমটেনের। মেসি মায়ামিতে যোগ দেয়ার ঘোষণার পর দলটির হয়ে তার সম্ভাব্য অভিষেক ম্যাচের টিকিটের দাম বেড়ে যায়। যে টিকিটের দাম ছিল ২৯ ডলার (৩১৩৩ টাকা), সেটাই বেড়ে দাঁড়ায় ৩২৯ ডলারে (৩৫৪৫৪ টাকা)। নিউইয়র্কের টিকিটের অনলাইন বাজার নিয়ন্ত্রণকারী প্ল্যাটফর্ম টিকপিক এই তথ্য জানিয়েছিল।
এদিকে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। পাবলিক টিভিকে দেওয়া ‘কি টু ইটারনিটি’ শীর্ষক অনুষ্ঠানে মেসি বলেছেন, ‘গৃহীত সিদ্ধান্তে আমরা খুশি। নতুন চ্যালেঞ্জ ও পরিবর্তনের মুখোমুখি হতে আমি অনেক বেশি আগ্রহী। আমার মানসিকতা এবং মর্যাদাবোধ কখনও পরিবর্তন হবে না। যেখানেই যাই না কেন নিজের এবং দলের জন্য নিজের সর্বোচ্চ ফলাফল এনে দিতে আমি প্রস্তুত।