, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ব্যর্থ নাঈম শেখেই আস্থা বিসিবির!

  • আপলোড সময় : ১২-০৭-২০২৩ ১১:২৫:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৩ ১১:২৫:২১ পূর্বাহ্ন
ব্যর্থ নাঈম শেখেই আস্থা বিসিবির!
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারার পর; সংবাদ সম্মেলন করে আর্ন্তজাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। যদিও পরে প্রধাণমন্ত্রীর অনুরোধে অবসর থেকে ফেরার সিদ্ধান্ত নেন। কিন্তু দেড় মাসের জন্য বিশ্রামে যান বাঁহাতি এই ওপেনার। আর তামিমমের বিশ্রামে যাওয়ায় কপাল খুলে যায় নাঈম শেখের।

সিরিজের বাকি দুই ম্যাচে ওপেনিং পজিশনে ব্যাটিং করেন তিনি। কিন্তু হঠাৎ করে পাওয়া এই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ তিনি। নাঈম এই সিরিজের আগে ওয়ানডেতে খেলেছিলেন মাত্র দুটি ম্যাচ। এরমধ্যে একটিতে ব্যাটিং করার সুযোগ না পেলেও, অন্যটিতে করেন মাত্র ১ রান। আর এই সিরিজের দুই ম্যাচ মিলিয়ে করেন মাত্র ৯ রান।

যেই নাঈমকে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের ভাবনায় রেখেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজের পর বাঁহাতি এই ব্যাটারকে নিয়ে এখন শঙ্কায় টাইগার সমর্থকরা। তবে নাঈমকে নিয়ে চিন্তিত নয় বিসিবি। বাঁহাতি এই ওপেনারকে আরও সুযোগ দিয়ে দেখতে চান তারা।

আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষে গণমাধ্যমের সাথে কথা বলার সময় বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, “সে টেকনিক্যালি খুবই ভালো খেলোয়াড়, সে ভালো করবে। এটাই ক্রিকেট! সামনে হয়তো একটু খারাপ সময় যাবে, আবার ভালো হবে, আবার হয়তো খারাপ সময় যাবে। ক্রিকেটের মধ্যে এট হবে, সবমিলিয়ে সে অনেক ভালো খেলোয়াড়। ইমার্জিং এশিয়া কাপে আমরা খেলার সুযোগ করে দিয়েছি। দেখা যাক, কি হয়।” 

এর আগে নাঈম গত ঢাকা প্রিমিয়ার লিগে ভালো খেলে জাতীয় দলের স্কোয়াডে ডাক পান। কিন্তু দুই বছর পর দলে ফিরে সুযোগটা কাজে লাগাতে পারলেন না তিনি। বাঁহাতি এই ওপেনার আরও একটি সুযোগ পাচ্ছেন। ইমার্জিং এশিয়া কাপের দলে আছেন তিনি।
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা