, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বাসচাপায় ঝরল ট্রাফিক পুলিশের প্রাণ

  • আপলোড সময় : ১২-০৭-২০২৩ ১০:২৩:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৩ ১০:২৩:৪১ পূর্বাহ্ন
বাসচাপায় ঝরল ট্রাফিক পুলিশের প্রাণ
এবার চট্টগ্রাম মহানগরে বাসচাপায় মো. নুরুল করিম (৪৭) নামে এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ১১ জুলাই রাত সোয়া ৮টার দিকে পাঁচলাইশ থানার দুই নম্বর গেইট ট্রাফিক বক্সের সামনে কর্মরত অবস্থায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নুরুল করিম টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ঝাওয়াইল উত্তর পাড়ার মো. শামছুল হকের ছেলে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন।

এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক।

সিএমপি ট্রাফিক উত্তর বিভাগের ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. তারিকুল ইসলাম বলেন, রাস্তায় ডিউটিরত থাকাকালে ১০নম্বর রুটের বেপরোয়া একটি বাস কনস্টেবল নুরুল করিমকে ধাক্কা দেয়।

এদিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আশেক বলেন, তাকে রাত সোয়া ৮টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
সর্বশেষ সংবাদ