, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


৩০০ গাড়ি নিয়ে আ.লীগের সমাবেশে যাচ্ছেন সাবেক মেয়র জাহাঙ্গীর

  • আপলোড সময় : ১২-০৭-২০২৩ ১০:১৪:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৩ ১০:১৪:৪৭ পূর্বাহ্ন
৩০০ গাড়ি নিয়ে আ.লীগের সমাবেশে যাচ্ছেন সাবেক মেয়র জাহাঙ্গীর
এবার ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে অংশ নিচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ইতোমধ্যে তিন শতাধিক গাড়ি প্রস্তুত করা হয়েছে। দলীয় নির্দেশনা পেয়েই কর্মী সমর্থকদের নিয়ে তিনি অংশ নিচ্ছেন।

গতকাল মঙ্গলবার (১১ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জাহাঙ্গীর আলম। মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, বুধবার বিকেলে রাজধানীর বায়তুল মোকারম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটের সামনে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে।

দলের শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশ পেয়ে কর্মী সমর্থকদের নিয়ে ওই সমাবেশে যোগ দেওয়ার প্রস্তুতি নেন তিনি। পাঁচ শতাধিক গাড়িসহ কর্মী সমর্থকদের নিয়ে ওই সমাবেশে যোগ দেওয়ার লক্ষ্য রয়েছে। ইতোমধ্যে প্রায় সোয়া তিনশ’ গাড়ি প্রস্তুত করা হয়েছে। তবে পর্যাপ্ত গাড়ি পাওয়া যাচ্ছে না। ঢাকার শান্তি সমাবেশে যোগ দিতে রাত থেকেই জাহাঙ্গীর ও তার কর্মী সমর্থকরা কাজ করছেন।

একইদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। এ সমাবেশ থেকে সরকার পতনের ‘এক দফার’ আন্দোলন কর্মসূচি ঘোষণা আসবে বলে জানিয়েছে বিএনপির একাধিক সূত্র। 
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’