, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল আরও একটি জাহাজ

  • আপলোড সময় : ১১-০৭-২০২৩ ০২:৩৮:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৩ ০২:৩৮:৫০ অপরাহ্ন
কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল আরও একটি জাহাজ ফাইল ছবি
পটুয়াখালীর কলাপাড়ার তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে একের পর এক বিদেশি জাহাজ ভিড়ছে পায়রা বন্দরে। এমভি সাগর কান্তা নামের একটি মাদার ভেসেল কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়েছে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার পরে কয়লা নিয়ে এটি দিয়ে পঞ্চম জাহাজ ভিড়ল।

মঙ্গলবার সকাল ৬টায় সিঙ্গাপুরের পতাকাবাহী এমডি সাগর কান্তা ৩৭ হাজার ১৩৩ টন কয়লা নিয়ে পায়রা বন্দরে আসে। বর্তমানে জাহাজটিকে ইনার অ্যাঙ্কোরেজে নিয়ে আসা হচ্ছে।

এরআগে সোমবার বিকালে এ জাহাজটি ৩৭ হাজার ১৩৩ মেট্রিকটন কয়লা নিয়ে বন্দরের আউটারেজে এসে পৌঁছায়। ৯.৪৮০ মিটার গভীর ও ১৯৯.৯৮ মিটার দৈর্ঘ্য এবং ৩২.২৬ মিটার প্রস্থের এ জাহাজটি প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসে তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে।

উপ-পরিচালক আজিজুর রহমান বলেন, ইন্দোনেশিয়ার বালিক পানান বন্দর থেকে এমডি সাগর কান্তা নামে একটি কয়লাবাহী জাহাজ মঙ্গলবার সকালে পায়রা বন্দরে এসে পৌঁছায়। এতে ৩৭ হাজার ১৩৩ টন কয়লা রয়েছে। পায়রা বন্দরের আউটারেজ থেকে জাহাজটি নিয়ে বন্দরের ইনার অ্যাঙ্কোরেজে আনা হচ্ছে। এ নিয়ে এ সপ্তাহে দুটি জাহাজ কয়লা নিয়ে এসেছে।

উল্লেখ্য, কয়লার অভাবে বন্ধ তাপবিদ্যুৎ কেন্দ্রটি চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এমভি সাগর কান্তা এটি পঞ্চম জাহাজ। রবিবার এমভি সুমিত নামে একটি জাহাজ আসে। এর আগে ৩৬ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি জাদোর নামের একটি মাদার ভ্যাসেল। এছাড়া পাভো ব্রেভ ও অ্যাথেনা নামের আরও তিনটি জাহাজ বন্দরে আসে এবং কয়লা খালাস কার্যক্রম শেষ করে গত ২৫ জুন বিদ্যুৎ উৎপাদন শুরু করে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস